এক্সপ্লোর
লকডাউন পিছিয়ে দিয়েছে দিন, জুলাই নয়, ভারতে করোনার চূড়ান্ত সংক্রমণ কি নভেম্বরে?
যদিও আইসিএমআর পরে এই গবেষণালব্ধ তথ্য অস্বীকার করেছে। জানিয়েছে, এই গবেষণার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।
![লকডাউন পিছিয়ে দিয়েছে দিন, জুলাই নয়, ভারতে করোনার চূড়ান্ত সংক্রমণ কি নভেম্বরে? Due to Lockdown, Indias COVID-19 Peak Wont Be In July But In November- Indian Council Of Medical Research লকডাউন পিছিয়ে দিয়েছে দিন, জুলাই নয়, ভারতে করোনার চূড়ান্ত সংক্রমণ কি নভেম্বরে?](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/05/28180434/Coronavirus-1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: গত কয়েকদিন ধরে রোজ ১০,০০০-এর বেশি ভারতীয় করোনা আক্রান্ত হচ্ছেন। সংখ্যাটা প্রতিদিন আগের দিনের থেকে বেড়ে যাচ্ছে। কিন্তু আরও উদ্বেগজনক বার্তা দিচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। আইসিএমআর বলেছে, করোনা সংক্রমণ এ দেশে চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে নভেম্বরে।
আগে ভাবা হয়েছিল, জুলাইয়ের মাঝামাঝি ভারতে করোনা সংক্রমণ সর্বোচ্চ স্তরে পৌঁছবে। কিন্তু আইসিএমআর এবং জাতীয় কোভিড-১৯ টাস্ক ফোর্স-অপারেশনস রিসার্চ গ্রুপের নয়া গবেষণা বলছে, এর এখনও কিছুটা দেরি রয়েছে। ২৫ মার্চ থেকে ২ মাস দেশজোড়া লকডাউন হওয়ায় ভারতে করোনার চূড়ান্ত সংক্রমণ ৩৪-৭৬ দিন পিছিয়ে গিয়েছে। দেশ কিছুটা বেশি সময় পেয়েছে আইসোলেশন ওয়ার্ড, আইসিইউ বেড আর ভেন্টিলেটর তৈরির জন্য। অতএব সর্বোচ্চ সংক্রমণের সময় পিছিয়ে যাওয়ায় স্বাস্থ্য ব্যবস্থাকে এই সুযোগে কিছুটা শক্তিশালী করে তোলা সম্ভব। যতদিন না টিকা বাজারে আসছে, ততদিন এভাবেই করোনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে।
করোনা পরীক্ষা, চিকিৎসা ও রোগীদের পৃথক করার যে পরিকাঠামো এ সময়ে গড়ে তোলা হচ্ছে, তাতে করোনা রোগীর সংখ্যা ৭০ শতাংশ কমে আসতে পারে, ক্রমবর্ধমান কেসের সংখ্যাও কমতে পারে প্রায় ২৭ শতাংশ।
যদিও আইসিএমআর পরে এই গবেষণালব্ধ তথ্য অস্বীকার করেছে। জানিয়েছে, এই গবেষণার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।
The news reports attributing this study to ICMR are misleading. This refers to a non peer reviewed modelling, not carried out by ICMR and does not reflect the official position of ICMR. pic.twitter.com/OJQq2uYdlM
— ICMR (@ICMRDELHI) June 15, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)