এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
করোনার থাবা এবার কল্পতরু উৎসবে, ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা, রীতি মেনে পুজো-হোম
কাশীপুর রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা মহামারী পরিস্থিতিতে রামকৃষ্ণ মঠ এবং বেলুড় মঠ বন্ধ থাকবে। ১ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দর্শন এবং প্রণামের জন্য গেট বন্ধ থাকবে।
![করোনার থাবা এবার কল্পতরু উৎসবে, ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা, রীতি মেনে পুজো-হোম Due to the corona, visitors are not allowed to enter Kalpataru festival করোনার থাবা এবার কল্পতরু উৎসবে, ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা, রীতি মেনে পুজো-হোম](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/27013104/cossipore-udyanbati.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: করোনার কোপ এবার কল্পতরু উৎসবে। ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কাশীপুর উদ্যানবাটী। ১ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ভক্তরা প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রীতি মেনেই হবে পুজো এবং হোম।
কাশীপুর রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা মহামারী পরিস্থিতিতে রামকৃষ্ণ মঠ এবং বেলুড় মঠ বন্ধ থাকবে। ১ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দর্শন এবং প্রণামের জন্য গেট বন্ধ থাকবে। তবে ওয়েবসাইটে কল্পতরু উৎসব লাইভ স্ট্রিমিং হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি কাশীপুর রামকৃষ্ণ মঠের ইউটিউব চ্যানেল থেকে লাইভ দেখা যাবে।
কাশীপুর রামকৃষ্ণ মঠ জানিয়েছে, মঙ্গলারতি হবে ভোর ৪:৩০ থেকে। সকাল ৭টা থেকে শুরু হবে বিশেষ পুজো। সকাল ১০টায় হবে হোম। ভক্তিগীতি এবং পাঠ হবে সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত। বিকেল ৫:২০ থেকে শুরু হবে আরতি এবং তারপর হবে ভজন। এই সময়সূচি অনুযায়ী, মঠের ওয়েবসাইট www.rkmcudyanbati.org সরাসরি দেখা যাবে উৎসব। ইউটিউব চ্যানেল rkmcudyanbati –তেও উৎসব লাইভ দেখানো হবে।
উল্লেখ্য, করোনা আবহে উৎসবের কোপ যদিও এই প্রথম নয়। নিউ নর্মাল পরিস্থিতিতে বদলে গিয়েছে উৎসব পালনের ধরন। ভার্চুয়াল মাধ্যম উৎসব পালনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে গত কয়েক মাসে। এর আগে দুর্গাপুজো থেকে কালীপুজোয় একাধিক বিধি আরোপ করা হয়। করোনা আবহে জমায়েত না করাই যার মূল উদ্দেশ্য। এবার সেই তালিকায় যোগ হল কল্পতরু উৎসবও। ভার্চুয়াল মাধ্যমেই এবার উৎসবের স্বাদ নেবেন ভক্তরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)