Espionage Allegation: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, জয়সলমের থেকে গ্রেফতার DRDO-র গেস্ট হাউসের ম্যানেজার
DRDO Guest House Manager: ৫ অগাস্ট থেকে জিজ্ঞাসাবাদের পর গতকাল ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজস্থানের CID।

Espionage Allegation: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ। রাজস্থানের জয়সলমের থেকে গ্রেফতার ভারতীয় নাগরিক। ধৃত মহেন্দ্র প্রসাদ DRDO-র গেস্ট হাউসের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। জয়সলমেরে চন্দন ফিল্ড ফায়ারিং রেঞ্জের কাছেই DRDO-র এই গেস্ট হাউস রয়েছে। অভিযুক্ত মহেন্দ্র প্রসাদ চুক্তিভিত্তিক ম্যানেজার হিসেবে DRDO- র এই গেস্ট হাউসে কাজ করতেন। অভিযোগ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ISI-কে গোপন ও কৌশলগত তথ্য পাচার করেছেন মহেন্দ্র। DRDO-র বিজ্ঞানী এবং ভারতীয় সেনা কর্তাদের গতিবিধি সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগ উঠেছে ধৃত মহেন্দ্র প্রসাদের বিরুদ্ধে। ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্র পরীক্ষার জন্য কারা আসা-যাওয়া করেন, সেই তথ্যও পাচারের অভিযোগ উঠেছে ধৃতের বিরুদ্ধে। গত ৫ অগাস্ট থেকে জিজ্ঞাসাবাদের পর গতকাল বছর ৩২- এর এই যুবককে গ্রেফতার করেছে রাজস্থানের CID।
স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। সিআইডি- র তরফে জানানো হয়েছে, স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কড়া নজরদারি চলছিল। সেই সময়েই মহেন্দ্র প্রসাদের সম্পর্কে তথ্য আসে সিআইডি- র হাতে। এই যুবকের বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তানের এক গোয়েন্দা হ্যান্ডলারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছিলেন মহেন্দ্র। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই চলছিল যোগাযোগ। অভিযোগ, উত্তরাখণ্ডের আলমোড়ার বাসিন্দা মহেন্দ্র প্রসাদ ডিআরডিও- র বিজ্ঞানী এবং ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক, যাঁরা মিসাইল এবং অস্ত্রেশস্ত্রের ট্রায়ালের জন্য ওই চন্দন ফিল্ড ফায়ারিং রেঞ্জে আসতেন, তাঁদের ব্যাপারে খোঁজ দিচ্ছিল পাকিস্তানে। প্রসঙ্গত উল্লেখ্য, রাজস্থানের জয়সলমেরের চন্দন ফিল্ড ফায়ারিং রেঞ্জ প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন সরঞ্জামের পরীক্ষা নিরীক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা।
মহেন্দ্র প্রসাদকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন সিআইডি- র তদন্তকারী আধিকারিকরা। তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে ভালভাবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। প্রাথমিক তদন্তের পর, সিআইডি সূত্রে খবর, নিজের পাকিস্তানি হ্যান্ডলারকে মহেন্দ্র DRDO এবং সেনাবাহিনীর কার্যকলাপ সংক্রান্ত তথ্য পাচার করেছে। গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছেন মহেন্দ্র। আর কে কে এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। ধৃতকে চলছে জিজ্ঞাসাবাদ।
কয়েকদিন আগেই বড় সতর্কবার্তা এসেছিল ভারতের জন্য। স্বাধীনতা দিবসের আগে বড় সতর্কবার্তা দিয়েছিল ইন্টেলিজেন্স ব্যুরো (IB)। গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠী ভারতের বিভিন্ন অংশে হামলা চালানোর চেষ্টা করতে পারে। এই নিয়ে অ্যালার্টও জারি করেছে আইবি। গোয়েন্দা বিভাগ আরও জানিয়েছে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই সম্ভবত বাংলাদেশ ভিত্তিক বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোর মাধ্যমে হামলার ষড়যন্ত্র করছে এদেশে।






















