LIVE UPDATES: এবছর আর হবে না আইসিএসই, আইএসসির পরীক্ষা, জুলাইয়ে দশম ও দ্বাদশের পরীক্ষা বাতিল সিবিএসই-রও
বোর্ডের পরীক্ষা নিয়ে কাল ফের সুপ্রিম কোর্টে শুনানি। উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা কী হবে? এখনও ধোঁয়াশা

Background
নয়াদিল্লি: সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার পর এই বছরের মতো। পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করল আইসিএসই। পরে আর নেওয়া হবে না পরীক্ষা, জানিয়ে দিল বোর্ড। সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র। প্রি বোর্ডের নম্বেরর ভিত্তিতেই হবে ছাত্রছাত্রীদের মূল্যায়ন।
কিন্তু প্রি-বোর্ড পরীক্ষায় তো সকলের আশানুরূপ ফল হয় না। কিছু কিছু স্কুলের বিরুদ্ধে প্রি-বোর্ড পরীক্ষায় কম নম্বর দেওয়ার অভিযোগ থাকে ছাত্রছাত্রীদের। সেক্ষেত্রে, কীভাবে নম্বর বণ্টন হবে বোর্ড পরীক্ষায় তা নিয়ে পড়ুয়া ও অভিভাবকদের চিন্তা থেকেই যাচ্ছে।
উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা কী হবে? তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।
নম্বর নিয়ে পড়ুয়াদের চিন্তার কোনও কারণ নেই, ‘যেমন পড়াশুনা তেমনই রেজাল্ট’

কেরিয়ারে প্রভাব পড়বে না। নম্বর নিয়ে পড়ুয়াদের চিন্তার কোনও কারণ নেই। মূল্যায়ন হবে স্ট্যাটিসটিক্স মেনে।
সিবিএসই বোর্ডে দশমে শেষ তিন পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন

দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত। পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আইসিএসই বোর্ডের। পরে আর নেওয়া হবে না পরীক্ষা। সিদ্ধান্ত আইসিএই বোর্ডের, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র। সিবিএসই বোর্ডের সব পরীক্ষা ‘স্থগিত’ এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত। আগামী ১ থেকে ১৫ জুলাইয়ের পরীক্ষা বাতিল। পরিস্থিতি স্বাভাবিক হলে নেওয়া হবে দ্বাদশ শ্রেণির পরীক্ষা। ইচ্ছুক পরীক্ষার্থীরা দিতে পারবে পরীক্ষা। শেষ তিন পরীক্ষার ভিত্তিতে সিবিএসই-র দশমের মূল্যায়ন। সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র।





















