PM Kisan Scheme: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির প্রথম কিস্তির টাকা পেলেন কৃষকরা, ট্যুইট স্বরাষ্ট্র দফতরের
রাজ্যের পাঠানো তথ্য অনুসারেই টাকা পাঠানো হয়েছে। ট্যুইট করে জানাল রাজ্য স্বরাষ্ট্র দফতর।
কলকাতা: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির প্রথম কিস্তির টাকা পৌঁছল রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে। আজই প্রথম কিস্তির ২ হাজার টাকা প্রকল্পে নথিভুক্ত বাংলার ৭ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গেল। রাজ্যের পাঠানো তথ্য অনুসারেই টাকা পাঠানো হয়েছে। ট্যুইট করে জানাল রাজ্য স্বরাষ্ট্র দফতর। একইসঙ্গে ট্যুইটারে স্বরাষ্ট্র দফতর লিখেছে, রাজ্য সরকার কৃষকদের জন্য লড়াই চালিয়ে যাবে।
মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই রাজ্যের কৃষকদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্যের ৭ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা এল। যদিও পিএম কিষাণ সম্মান নিধি অনুষ্ঠানে রাজ্যকে আমন্ত্রণ জানানো হয়নি। এপ্রসঙ্গে স্বরাষ্ট্র দফতর ট্যুইটারে লিখেছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অনুষ্ঠানে পশ্চিমবঙ্গকে আমন্ত্রণ জানানো হয়নি।
কৃষকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা আসায় আজ তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, কেন্দ্রের ওই প্রকল্পে রাজ্যের যে কৃষকরা নথিভুক্ত হয়েছেন, তাঁদের টাকা দেবার দাবি কেন্দ্রের কাছে জানিয়েছিল রাজ্য সরকার। এর জন্য প্রয়োজনীয় সব কাজও করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, ১৮ হাজার টাকা প্রাপ্য হলেও, কৃষকরা পাচ্ছেন অনেক কম। মুখ্যমন্ত্রীর দাবি, এটুকুও কৃষকরা পেতেন না যদি না রাজ্য সরকার তাঁদের জন্য লড়াই করত। সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রতি দিয়েছে, কৃষকদের প্রাপ্য আদায়ের জন্য সরকার তাঁদের পাশে থাকবে।
রাজ্যের বিধানসভা ভোটের আগে, বিজেপির প্রচারের অন্যতম ইস্যু ছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প। রাজ্য সরকার কৃষকদের সম্পর্কে তথ্য দিচ্ছে না বলে অভিযোগ করে বিজেপি। প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে এসে আশ্বাস দেন, বিজেপি ক্ষমতায় এলে, প্রথম মন্ত্রিসভার বৈঠকে পিএম কিষাণ সম্মান নিধিতে অনুমোদন দেওয়া হবে। বিজেপি এরাজ্যে ক্ষমতায় আসেনি। তবে শপথের পরই বাংলার কৃষকদের বকেয়া মেটানোর দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। এবার সেই মতো কেন্দ্রীয় প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেলেন কৃষকরা।