FAUG Release: শত্রুর মুখোমুখি হোন, দেশের জন্য লড়ুন, জাতীয় পতাকা রক্ষা করুন, ‘ফৌজি’র ভিডিও শেয়ার অক্ষয়ের
এই ভিডিওতে গালওয়ান উপত্যকার ভারত-চিন সংঘাতের বিষয়টি তুলে ধরা হয়েছে। দেখানো হয়েছে শত্রুর সঙ্গে সেনার লড়াইয়ের পর গালওয়ানে দেশের পতাকা অদৃশ্য হয়ে যাচ্ছে। ভূমি ধসের কারণে বহু সেনা আহত হয়েছেন।
![FAUG Release: শত্রুর মুখোমুখি হোন, দেশের জন্য লড়ুন, জাতীয় পতাকা রক্ষা করুন, ‘ফৌজি’র ভিডিও শেয়ার অক্ষয়ের Faug Release Akshay Kumar shares video faug release today india FAUG Release: শত্রুর মুখোমুখি হোন, দেশের জন্য লড়ুন, জাতীয় পতাকা রক্ষা করুন, ‘ফৌজি’র ভিডিও শেয়ার অক্ষয়ের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2021/01/26194015/WhatsApp-Image-2021-01-26-at-2.09.45-PM.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ‘ফৌজি’র ভিডিও শেয়ার করলেন অভিনেতা অক্ষয় কুমার। আর এর মাধ্যমেই গেমের উদ্বোধন করলেন তিনি। ট্যুইটারে ভিডিও গেম শেয়ার করে অভিনেতা লেখেন ‘দেশি পাবজি’। ভিডিও-র ক্যাপশনে তিনি লেখেন, শত্রুর মুখোমুখি হোন। দেশের জন্য লড়াই করুন। দেশের পতাকা রক্ষা করুন। ভারতের অন্যতম সেরা অ্যাকশন গেম ফৌজি, যা সেনাকে সঙ্ঘবদ্ধ করবে। আজই নিজের মিশন শুরু করুন।
এই ভিডিওতে গালওয়ান উপত্যকার ভারত-চিন সংঘাতের বিষয়টি তুলে ধরা হয়েছে। দেখানো হয়েছে শত্রুর সঙ্গে সেনার লড়াইয়ের পর গালওয়ানে দেশের পতাকা অদৃশ্য হয়ে যাচ্ছে। ভূমি ধসের কারণে বহু সেনা আহত হয়েছেন। গুরুতর জখম লেফটেন্যান্ট। এক যুবককে বলতে শোনা যায়, ভারতীয় সেনাবাহিনী লড়াই না করে কখনই হাল ছাড়ে না। ভারতীয় সেনা কখনও পিছপা হয় না। সাহসিকতা, ভ্রাতৃত্বের জন্য ফৌজি।
জানা গিয়েছে গত ডিসেম্বরে ২৪ ঘণ্টার মধ্যে ১ কোটি প্রি রেজিস্ট্রার হয়েছে। গুগল প্লে স্টোর থেকে অনেকেই এই গেম ডাউনলোড করেছেন। গত নভেম্বর থেকে এই রেজিস্ট্রেশন শুরু হয়েছে। অ্যান্ড্রয়েড এইট বা তার উপরের স্মার্টফোনে মিলবে এই গেম। অ্যান্ড্রয়েড এইটের থেকে পুরনো অপারেটিং সিস্টেম হলে এই গেম খেলা যাবে না। আইওএস ভিত্তিক আইফোন বা আইপ্যাডে রেজিস্ট্রেশন করা যাবে না।
উল্লেখ্য, আগেই অক্ষয় কুমার জানান, ২৬ জানুয়ারি এই গেম বাজারে আসবে। পাবজি নিষিদ্ধ হওয়ার পর অক্ষয়কে এই গেমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়। এই গেমে বিভিন্ন ধরনের এপিসোড এবং মিশন থাকবে। অ্যাকশন গেম এনকোর গেম নামে এক সংস্থা তৈরি করেছে। মোবাইল গেম এবং বিনোদনমূলক এই সংস্থা বেঙ্গালুরুতে অবস্থিত। ওই সংস্থা বিবৃতি দিয়ে জানিয়েছে, আমরা প্রাথমিকভাবে অনেক খেলোয়াড় যুক্ত গেম এনেছি। যেখানে আছে স্টোরি লাইনও, যার সঙ্গে সম্পর্কযুক্ত ভারতীয়রা। ভারতের বাজারের এই গেম দ্রুত আসতে চলেছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)