এক্সপ্লোর
গভীর রাতে বড়বাজারের বহুতলে আগুন, ভস্মীভূত বেশ কয়েকটি দোকান, অফিস
প্রাথমিক তদন্তে অনুমান, মিটার বক্স থেকে আগুন ছড়ায়

কলকাতা: ফের বড়বাজারের বহুতলে আগুন। ভস্মীভূত বেশ কয়েকটি দোকান ও অফিস। গতকাল রাত আড়াইটে নাগাদ ৫৩, নেতাজি সুভাষ রোডের চারতলা বাড়ির একতলায় আগুন লাগে। ৭০ বছরের পুরনো বাড়িটিতে দোকান ও অফিস রয়েছে। একতলা থেকে আগুন দ্রুত দোতলায় ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে অনুমান, মিটার বক্স থেকে আগুন ছড়ায়। দমকলের চারটি ইঞ্জিনের ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, এখনও ধোঁয়া বের হচ্ছে। ঘটনাস্থলে হেয়ার স্ট্রিট থানার পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















