এক্সপ্লোর
Advertisement
নিউ ব্যারাকপুরে 'বিজেপি নেত্রীর বাড়ি লক্ষ্য করে গুলি', গ্রেফতার বিজেপি নেতাই, গোষ্ঠীদ্বন্দ্ব?
সোমবার ভোররাতে বিজেপি নেত্রী অর্চনা বিশ্বাসের বাড়ি লক্ষ্য করে ২ রাউন্ড গুলি চলে, বলে অভিযোগ। গ্রেফতার বিজেপি নেতা।
কলকাতা: রবিবার কলকাতা এসে সিএএ-র সমর্থনে সভা করেন অমিত শাহ। জানিয়ে দেন সিএএ চালু হবেই। এই বিষয়ে সংখ্যালঘুদের ভুল বোঝাচ্ছে বিরোধী গোষ্ঠী। সভায় যোগ দেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিজেপি সমর্থকরা।
এরই মধ্যে সোমবার নিউ ব্যারাকপুরের লেনিনগড় এ-ব্লকে বিজেপি নেত্রীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। সোমবার ভোররাতে বিজেপি নেত্রী অর্চনা বিশ্বাসের বাড়ি লক্ষ্য করে ২ রাউন্ড গুলি চলে, বলে অভিযোগ। বিজেপির দাবি, গতকাল অমিত শাহর সভায় যোগ দেন ওই দলীয় নেত্রী। সেই কারণেই তাঁর বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়।
অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। রাজু বিশ্বাস নামে এক বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
অন্যদিকে সোমবার ভোর রাতেই বীরভূমের ইলামবাজার থানার শুনবুনি গ্রামে বিজেপির দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। বিজেপির অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি এই গ্রামে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করছিল তাই তাদের পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি বিজেপির। যদিও তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।
এক্ষেত্রে বিজেপির অভিযোগ, গতকাল তারা অমিত শাহের সভা থেকে ফিরে এসে দেখে পার্ট অফিস ঠিকঠাক অবস্থাতেই ছিল কিন্তু ভোরের দিকে দেখা যায় সেই পার্টি অফিস আগুনে পুড়ে খাক!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement