এক্সপ্লোর
ভারতে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু তেলঙ্গানার হাসপাতালে
কর্ণাটকের কালবুর্গির বাসিন্দা তিনি। ৫ মার্চ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন।

নয়াদিল্লি: ভারতে প্রথমবার নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল একজনের। কর্ণাটকের কালবুর্গির এক বৃদ্ধের মঙ্গলবার মৃত্যু হয়েছে। ১২ দিন আগেই সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন তিনি। তেলঙ্গনার হাসপাতালে ভর্তি ছিলেন। কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, মৃত ৭৬ বছরের বৃদ্ধ করোনায় আক্রান্ত সন্দেহ করা হয়েছিল, এখন রিপোর্টে দেখা যাচ্ছে তিনি করোনা আক্রান্তই ছিলেন। গতকাল অবধি কর্ণাটকের স্বাস্থমন্ত্রক দাবি করেছিল, ওই বৃদ্ধের মৃত্যুর কারণ করোনা নয়। তিনি নিউমোনিয়া, শ্বাসকষ্ট, হাইপারটেনশনে ভুগছিলেন। পরে পুণে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির রিপোর্টে ওই ব্যক্তিকে করোনা পজিটিভ বলা হয়েছে। বৃদ্ধের সঙ্গে যে ১২জন সৌদি আরব থেকে ফিরেছিলেন, তাঁদেরকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















