Plane Crash Landing on Car: আকাশ থেকে সটান নেমে এল বিমান, আছড়ে পড়ল চলন্ত গাড়ির উপর, ভয়ঙ্কর ঘটনা ফ্লোরিডায়, ভিডিও ভাইরাল
Viral Video: দুর্ঘটনার সময় বিমানে সওয়ার ছিলেন এক পাইলট এবং এক যাত্রী।

ফ্লোরিডা: আকাশ থেকে নেমে এসে সটান চলন্ত গাড়ির উপর পড়ল বিমান। ভয়ঙ্কর ঘটনা ঘটল আমেরিকার ফ্লোরিডায়। গাড়ির উপর বিমান আছড়ে পড়ার ওই মুহূর্ত ক্যামেরায় ধরা পড়েছে, যা দেখে শিউরে উঠছেন সকলে। মাঝ আকাশে ইঞ্জিনে বিপত্তি দেখা দেওয়াতেই বিমানটির চলন্ত গাড়ির উপর এসে পড়ে বলে জানা যাচ্ছে। (Viral Video)
গাড়ির উপর আছড়ে পড়া বিমানটি ছোট আকারের Beechcraft 55 বিমান। দুর্ঘটনার সময় বিমানে সওয়ার ছিলেন এক পাইলট এবং এক যাত্রী। ৮ ডিসেম্বর সন্ধে নামার মুখে, ৫টা বেজে ৪৫ নাগাদ দুর্ঘটনাটি ঘটে। চারিদিকে তখন ভালই অন্ধকার নেমে এসেছে। রাস্তাঘাটে লোকজন, গাড়িঘোড়াও যথেষ্ট ছিল। (Plane Crash Landing on Car)
যে চলন্ত গাড়ির উপর এসে পড়ে বিমানটি, সেটি একটি 2023 Toyota Camry. ফ্লোরিডার কোকো ৯৫ ইন্টারস্টেট হয়ে ছুটছিল গাড়িটি। সেই সময় আচমকাই আকাশ থেকে সটান নেমে আসে বিমানটি। প্রথমে মাটি থেকে কিছুটা উচ্চতা বজায় রেখে উড়লেও, মুহূর্তের মধ্যে গাড়িটির উপর গিয়ে পড়ে বিমানটি।
Florida shocker
— Vishal (@VishalMalvi_) December 10, 2025
Plane 🛩 crash-lands on a Toyota after engine trouble.
Looks straight out of a movie #planecrash #Florida #America #SEAGAMES202 pic.twitter.com/lwF4Y5VhmX
সেই অবস্থাতেই গাড়িটি ছুটে চলে। কিছু ক্ষণ পর বিমানটি গাড়ির ছাদ থেকে নেমে সামনে ছিটকে পড়ে। তত ক্ষণে গাড়িটির ভয়ঙ্কর ক্ষতি হয়ে গিয়েছে। বরাত জোরে যদিও বেঁচে যান গাড়ির চালক, ৫৭ বছর বয়সি এক মহিলা। তবে আহত হয়েছেন তিনি। হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্য দিকে, বিমানে সওয়ার ২৭ বছর বয়সি পাইলট ও যাত্রীও বেঁচে গিয়েছেন। তেমন আঘাতও পাননি। মাটি থেকে সামান্য উচ্চতায় বিমানটি বেশ কিছু ক্ষণ ভেসে থাকার পরই বড় ঘটনা ঘটেনি বলে মনে করা হচ্ছে।
#BREAKING : A Small Plane Crashes Into Car During Emergency Landing on Florida’s I-95
— upuknews (@upuknews1) December 10, 2025
A jaw-dropping scene unfolded on I-95 in Brevard County as a twin-engine plane made an emergency landing and collided with a car. Dashcam footage is now going viral, showing the aircraft coming… pic.twitter.com/0OdJJwnaEm
দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির পিছনে থাকা একটি গাড়িই গোটা দৃশ্য ক্যামেরাবন্দি করে। ব্যস্ত রাস্তায় হঠাৎ বিমান নেমে আসতে দেখে শিউরে উঠেছেন অনেকেই। গাড়ির ছাদ থেকে এর পর সামনে ছিটকে পড়ে বিমানটি। রাস্তার ধারে গড়িয়ে পড়ে একসময়। এক ব্যক্তির চিৎকার শোনা যায়, “হায়, হাইওয়েতে গাড়ির উপর বিমান ভেঙে পড়ল”। ফ্লোরিডা হাইওয়ে প্যাট্রোল অ্যান্ড ফেডারেল অথরিটিজ এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এই ঘটনার তদন্ত শুরু করেছে।






















