হরিয়ানা ভোটের আগে বিজেপিতে যোগ হকি তারকা সন্দীপ এবং অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর যোগেশ্বরের
দুই ক্রীড়াবিদকে যুক্ত করিয়ে চমক দিল বিজেপি।
নয়াদিল্লি: ২১ অক্টোবর মহারাষ্ট্রের সঙ্গেই বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে হরিয়ানায়। হাতে আর মাসখানেকও সময় নেই। এরই মধ্যে দলে দুই ক্রীড়াবিদকে যুক্ত করিয়ে চমক দিল বিজেপি। বৃহস্পতিবার হরিয়ানার রাজ্য পার্টি অফিসে সভাপতি সুভাষ বার্লার উপস্থিতে বিজেপিতে যোগ দেন প্রাক্তন হকি খেলোয়াড় সন্দীপ সিংহ এবং অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর যোগেশ্বর দত্ত। এনডিএ শরিক শিরোমণি অকালি দলের বিধায়ক বালকৌর সিংহও এদিন বিজেপি-তে যোগ দেন।
चैंपियन खिलाड़ी @DuttYogi जी एवं @flickersingh जी ने की भाजपा जॉइन। प्रदेश अध्यक्ष श्री @subhashbrala जी मौजूद। pic.twitter.com/5hyQysswor
— Haryana BJP (@BJP4Haryana) September 26, 2019
রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, হরিয়ানা ভোটে দুই ক্রীড়াবিদকে প্রার্থী করবে বিজেপি। সেকারণেই ভোটের একেবারে দোরগোড়ায় তাঁদের দলে যোগদান করানো হল।
বিজেপিতে যোগদানের পরই ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ সিংহ জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজে অনুপ্রাণিত। প্রধানমন্ত্রীর সততাই তাঁকে বিজেপিতে যোগদান করাতে উৎসাহ জুগিয়েছে বলেও দাবি করেন সন্দীপ। তাঁর মুখে শোনা যায়, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের প্রশাংসাও। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী যুবকদের জন্য কাজ করছেন। দল যদি মনে করে, আমি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য, আমি নিশ্চয়ই লড়ব।”
একই কথা শোনা যায় কুস্তিগীর যোগেশ্বর দত্তের কথায়ও। তিনি বলেন, “ একজন যুবক হিসেবে আমি দেশের হয়ে কাজ করতে চাই। প্রধানমন্ত্রী জম্মু-কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ রদ করে অসাধ্য সাধন করেছেন। আমি তাঁর কাজে ভীষণভাবে অনুপ্রাণিত। গোটা দেশই খুশি।”