এক্সপ্লোর
দিল্লি দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগ, গ্রেফতার উমর খালিদ
উত্তর পূর্ব দিল্লিতে ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি যে দাঙ্গা হয় তাতে ৫০-এর বেশি মানুষের মৃত্যু হয়, আহত হন অসংখ্য মানুষ। সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে বেশ কয়েক সপ্তাহ আন্দোলন চলার পর শুরু হয় দাঙ্গা।
![দিল্লি দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগ, গ্রেফতার উমর খালিদ Former JNU student Umar Khalid arrested in connection with Delhi riots দিল্লি দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগ, গ্রেফতার উমর খালিদ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/09/14130232/UMAR-KHALID.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: এ বছরের শুরুতে দিল্লির দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র উমর খালিদকে। কাল গভীর রাতে তাঁকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
দিল্লি দাঙ্গায় যোগসাজসের অভিযোগে অন্যএকটি মামলায় দিল্লি পুলিশের স্পেশাল সেল উমরের বিরুদ্ধে ইতিমধ্যেই ইউএপিএ এনেছে। গতকাল গ্রেফতার করার আগে প্রায় ১২ ঘণ্টা তাঁকে জেরা করে পুলিশ। ইউনাইটেড এগেন্স্ট হেট নামে একটি সংগঠনের সদস্য উমর খালিদ, তারা এক বিবৃতিতে বলেছে, দিল্লি পুলিশ দাঙ্গার তদন্তের নামে প্রতিবাদকে অপরাধের মোড়ক দিতে চাইছে, উমর তাদের আরও এক শিকার।
উত্তর পূর্ব দিল্লিতে ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি যে দাঙ্গা হয় তাতে ৫০-এর বেশি মানুষের মৃত্যু হয়, আহত হন অসংখ্য মানুষ। সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে বেশ কয়েক সপ্তাহ আন্দোলন চলার পর শুরু হয় দাঙ্গা।
খালিদের গ্রেফতারের আগে দিল্লি পুলিশ সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি এবং স্বরাজ অভিযান সংগঠনের প্রধান যোগেন্দ্র যাদবকেও দিল্লি দাঙ্গায় অভিযুক্ত করে। এছাড়া তাদের চার্জশিটে রয়েছে জেএনইউয়ের অর্থনীতির শিক্ষিকা জয়তী ঘোষ, একই বিশ্ববিদ্যালয়ের আর এক শিক্ষক অপূর্বানন্দ এবং তথ্যচিত্র নির্মাতা রাহুল রায়ের নাম। পিঁজরা তোড় নামে নারী সংগঠনের তিন সদস্যকে জেরা করে এঁদের নাম পায় বলে জানিয়েছে পুলিশ। এঁদের মধ্যে দেবাঙ্গনা কলিতা ও নাতাশা নারওয়াল জেএনইউয়ের ছাত্রী, অন্যজন গুলফিসা ফতিমা পড়তেন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে। দিল্লি দাঙ্গার জাফরাবাদ হিংসায় যুক্ত থাকার অভিযোগে এঁদের গ্রেফতার করে পুলিশ।
চার্জশিটে পুলিশ বলেছে, দেবাঙ্গনা ও নাতাশা দাঙ্গায় নিজেদের যুক্ত থাকার কথাই শুধু স্বীকার করেননি, জয়তী ঘোষ, অপূর্বানন্দ এবং রাহুল রায় তাঁদের উসকানি দিয়েছেন বলেও অভিযোগ করেছেন। তাঁরা তাঁদের বলেন, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করতে এবং দরকার পড়লে যে কোনও চরম পদক্ষেপ করতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)