Breaking News: মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে আটক করল মুম্বই পুলিশ
Breaking News: বুধবার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে আটক করল মুম্বই পুলিশ।
নয়াদিল্লি: বুধবার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে আটক করল মুম্বই পুলিশ। আটকের সময়ের ছবিতে তাঁকে পুলিশের জিপ থেকে বিজেপির পতাকা হাতে দেখা যায়।
রাজ্যের মন্ত্রী নবাব মালিকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করছিলেন দেবেন্দ্র ফড়নবিশ ও অন্যান্য নেতারা। এদিন মুম্বই পুলিশ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সঙ্গে অন্যান্য নেতাদেরও আটক করে।
গত কয়েকদিন ধরেই এনসিপি মন্ত্রী নবাব মালিকের পদত্যাগের দাবিতে দেবেন্দ্র ফড়নবিশ মহারাষ্ট্র বিধানসভায় বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছেন। নবাব মালিক আপাতত দাউদ ইব্রাহিম জড়িত আর্থিক তছরুপ মামলায় ২১ মার্চ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।
Mumbai police detain BJP leader Devendra Fadnavis and other leaders of the party as they were carrying out a protest march demanding the resignation of state minister Nawab Malik #Maharashtra pic.twitter.com/EfEM3AytO7
— ANI (@ANI) March 9, 2022
বেশ কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর গত ২৩ ফেব্রুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) নবাব মালিককে গ্রেফতার করে। ইডির মামলাটি জাতীয় তদন্ত সংস্থা (National Investigation Agency) দ্বারা একটি এফআইআর-এর উপর ভিত্তি করে চলছে। ইডি এই মামলাটিকে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (Unlawful Activities Prevention Act)-এর অধীনে নথিভুক্ত করেছে।
বিগত কয়েক মাস ধরেই এই আর্থিক তছরুপের মামলাটির তদন্ত করছে ইডি। এই একই বিষয়ে ইব্রাহিম ও তার সহযোগীর আস্তানায় একাধিক অভিযানও চালানো হয়েছে। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য নবাব মালিকের ছেলে ফারাজ মালিককেও ডেকে পাঠিয়েছিল ইডি।
আরও পড়ুন: Assembly Elections 2022 Result : ৫ রাজ্যে কাল ভোটগণনা, লক্ষ্যভেদ করবে কোন কোন দল, দেখুন Exit Poll
ফেব্রুয়ারি মাসে দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পারকার, তার ভাই ইকবাল কাসকর, তার শ্যালক সেলিম ফ্রুট এবং ছোটা শাকিলকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।