(Source: Poll of Polls)
French Military Plane Crash: মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ, মুহূর্তে ধরল আগুন; মহড়ার সময় ভয়ঙ্কর বিপদ !
France News: উড়ানের মহড়া চলাকালীনই এই দুই বিমানে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের ক্ষেত্রে এই ঘটনা একেবারেই অবিশ্বাস্য ছিল।

France News: দুই ফরাসি বায়ুসেনার যুদ্ধবিমান আলফা জেটে প্রশিক্ষণের সময় মঙ্গলবার পূর্ব ফ্রান্সের হত-মর্নের সেন্ট ডিজিয়ারের কাছে মুখোমুখি সংঘর্ষ হয়। ফরাসি বায়ুসেনা জানিয়েছে দুটি বিমানেরই একজন করে যাত্রী এবং পাইলট দুইজন (French Military Plane Crash) সময়মত বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। তারা সম্পূর্ণ নিরাপদ আছেন। কিন্তু কীভাবে ঘটল এই দুর্ঘটনা ?
ফরাসি আধিকারিকদের প্রাথমিক রিপোর্ট ও বিবৃতি অনুসারে, এই বিমান দুটি আদপে অভিজাত ' Patrouille de France' নামের বায়ুসেনা দলের অধীনস্থ ছিল। উড়ানের মহড়া চলাকালীনই এই দুই বিমানে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের ক্ষেত্রে এই ঘটনা একেবারেই অবিশ্বাস্য ছিল। তারা কল্পনাও করতে পারেননি মহড়া চলাকালীন এমন একটা বিপদ ঘটবে। এমনকী ভিডিয়ো ফুটেজ দেখেও তারা বিশ্বাস করতে পারছিলেন না যে এত ভয়ঙ্কর এক দুর্ঘটনার পরেও পাইলট এবং যাত্রীরা প্রত্যেকেই সুস্থ ও জীবিত রয়েছেন। কোনও ব্যক্তি নিহত বা আহত হননি। এমনকী সংঘর্ষের পরে সেই বিমানে আগুনও ধরে গিয়েছিল।
শেষ মুহূর্তে বিমান থেকে বেরিয়ে আসেন পাইলট
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে যেইমাত্র এই দুটি বিমানে জোর ধাক্কা লাগে, সেই সময় আকাশে দুটি প্যারাশ্যুট নেমে আসতে দেখা যায়। আর সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল যে একেবারে ঠিক সময়ে বিমানচালকরা (French Military Plane Crash) সংঘর্ষ বাঁচিয়ে নেমে আসছিলেন। উদ্ধারকার্য এখনও চলছে, ফলে আর অতিরিক্ত কোনও তথ্য জানা যায়নি। এই দুর্ঘটনায় বিমানে যেমন আগুন ধরে যায়, তেমনি একইসঙ্গে বিমানগুলি মাটিতে আছড়ে পড়ার ফলে নিকটবর্তী একটি কারখানাতেও আগুন লেগে যায়। আর তার কারণেই আরও দুশ্চিন্তা বাড়ছে সেই কারখানায় কর্মরত শ্রমিকদের অবস্থাকে ঘিরে।
প্রত্যক্ষদর্শীদের তোলা ছবি থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে, বিমানচালকরা নিরাপদেই বিমান ছেড়ে প্যারাশ্যুটে করে নেমে আসতে পেরেছিলেন। যদি সেই সময় প্যারাশ্যুট খুলতে একটুও দেরি করত, তাহলে আরও ভয়ানক পরিণতি হতে পারত।
ফ্রান্সের সামরিক বাহিনী মন্ত্রীর বিবৃতি
সংবাদসূত্র অনুসারে ফ্রান্সের সামরিক বাহিনীর মন্ত্রী সেবাস্টিয়ান লোকার্নো তাঁর সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে এই দুর্ঘটনার পরে পরেই দ্রুত আপদকালীন পরিষেবা শুরু করে দেওয়া হয়েছিল। স্বরাষ্ট্র দফতর এবং সামরিক বাহিনী একত্রে এই কাজ পরিচালনা করছে। দুর্ঘটনা সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ করেনি এই দুই দফতর।























