Dawood Ibrahim:ফের বিয়ে করল 'আন্ডারওয়ার্ল্ডের বেতাজ বাদশা' দাউদ ইব্রাহিম?
Fugitive Underworld Gangster Remarried:ফের বিয়ে করেছেন আন্ডারওয়ার্ল্ডের 'বেতাজ বাদশা' দাউদ ইব্রাহিম। তবে সে জন্য প্রথমা স্ত্রীকে ডিভোর্স করেননি। দাবি ভাগ্নে আলিশাহ পার্কারের।
নয়াদিল্লি: ফের বিয়ে (Second Marriage) করেছে আন্ডারওয়ার্ল্ডের 'বেতাজ বাদশা' দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim)। তবে সে জন্য প্রথমা স্ত্রীকে ডিভোর্স করেনি (no divorce)। ন্যাশনাল ইনভেস্টিগেটিশন এজেন্সির (NIA) কাছে এমনই সব চাঞ্চল্যকর দাবি করল দাউদের ভাগ্নে আলিশাহ পার্কার (Alishah Parkar)। মানে দাউদের বোন হাসিনা পার্কারের ছেলে। সূত্রের খবর, জাতীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের তিনি জানিয়েছেন, মামা দ্বিতীয় স্ত্রী পাকিস্তানেরই বাসিন্দা, জাতে পাঠান। এবং তার দেওয়া তথ্য সত্যি হলে করাচির অন্যত্র কোথাও সরে গিয়েছে অন্ধকারজগতের 'বেতাজ বাদশা'।
হইচই কেন?
সম্প্রতি সন্ত্রাসে আর্থিক মদত জোগানোর একটি মামলায় এনআইএ যে চার্জশিট পেশ করেছিল, তাতেই আলিশাহ-র তরফে এই চাঞ্চল্যকর তথ্যগুলির কথা দাবি জানানো হয়। সূত্রে খবর, আলিশাহ গোয়েন্দাদের কাছে জানিয়েছেন, মেহেজবিন অর্থাৎ প্রথমা স্ত্রীর সঙ্গে এখনও সম্পর্ক রয়েছে দাউদের। তার মধ্যেই দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত। তবে আপাতত তিনি করাচির অন্যত্র সরে গিয়েছে। আলিশাহ-র আরও দাবি, দাউদের স্ত্রী হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে সকলের সঙ্গে যোগাযোগও করেন। এদিকে এনআইএ সূত্রে খবর, এবার একটি বিশেষ টিম তৈরি করতে চলেছে দাউদ। এদের টার্গেট হবে দেশের বড় পুঁজিপতি ও নেতারা, এমনই আশঙ্কা গোয়েন্দাদের।
বিভ্রান্তি?
আলিশাহ-র বক্তব্য, 'মামা' নিজে সকলকে ডিভোর্সের কথা বলে বেড়ালেও বাস্তবটা তা নয়। সে মোটেও মেহাজবিনকে ডিভোর্স করেনি। এতেই শেষ নয়। ভাগ্নের দাবি, মেহাজবিনের সঙ্গে ২০২২ সালের জুলাই মাসে দেখাও হয়েছিল তাঁর। তবে পাকিস্তান নয়, দুবাইয়ে। নিজের বয়ানে তিনি একথাও বলেন, 'দাউদের স্ত্রী আমার স্ত্রীকে প্রত্যেক উৎসবে ফোন করেন, হোয়াটসঅ্যাপ কলে কথাও হয়।' প্রথমা স্ত্রীর সঙ্গে দাউদের তিন সন্তান বলেও জানান আলিশাহ। মারুখ, মেহরিন ও মাজিয়া। দ্বিতীয়া স্ত্রী পাকিস্তানি পাঠান। এছাড়াও অপরাধজগতের এই সম্র্রাটের বাকি বংশলতিকাও এনআইএ-র হাতে তুলে দিয়েছেন তিনি, এমনই খবর সূত্রে। ১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের মাস্টারমাইন্ডকে হাতে পেতে কম চেষ্টা করেনি নয়াদিল্লি। হালেই NIA-সূত্রে জানা যায় যে তার ডি কোম্পানির সদস্যরা ভারতে হামলার জন্য ষড়যন্ত্র করছে। তার মধ্য়েই দ্বিতীয় বিয়ের খবর।
খবর ছড়াতেই হইচই গোয়েন্দাদের মধ্যে। যদি সত্যি প্রথমা স্ত্রীকে সে ডিভোর্স না করে থাকে, তা হলে একথা বলার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি? দ্বিতীয় বিয়ের নেপথ্যেও কি অন্য কিছু থাকতে পারে? নামটি যখন দাউদ ইব্রাহিম, প্রশ্ন উঠতেই থাকে।
আরও পড়ুন:এই প্রথম এত নিম্নে দৈনিক করোনাগ্রাফ ! এমন সুখবর ৩ বছরে প্রথম