Asia’s Richest Man: মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার ধনীতম ব্যক্তি হলেন গৌতম আদানি
Asia’s Richest Person: ২০১৫ সালের জুন থেকে এশিয়ার সব থেকে ধনী ব্যক্তি ছিলেন মুকেশ আম্বানি। কিন্তু এবার সেই শীর্ষ স্থান দখল করলেন গৌতম আদানি (Gautam Adani)।
![Asia’s Richest Man: মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার ধনীতম ব্যক্তি হলেন গৌতম আদানি Gautam Adani Dethrones Mukesh Ambani To Become Asia’s Richest Man, know in details Asia’s Richest Man: মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার ধনীতম ব্যক্তি হলেন গৌতম আদানি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/24/ec438c62a58dba52df98a6824e07f9ef_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: এতদিন মুকেশ আম্বানিই (Mukesh Ambani) ছিলেন এশিয়ার ধনকুবেরদের (Asia’s Richest) মধ্যে শীর্ষে। ২০১৫ সালের জুন থেকে এশিয়ার সব থেকে ধনী ব্যক্তি ছিলেন মুকেশ আম্বানি। কিন্তু এবার সেই শীর্ষ স্থান দখল করলেন গৌতম আদানি (Gautam Adani)।
এর আগে মুকেশ অম্বানির সম্পদের মূল্য ছিল ৯১০০ কোটি ডলার। গৌতম আদানির সম্পদের পরিমাণ ছিল ৮,৮৮০ কোটি ডলার। যদিও পরবর্তীতে ধীরুভাই-পুত্র তাঁর সম্পত্তিতে ১,৪৩০ কোটি ডলার যোগ করলেও অন্যদিকে আদানিও তাঁর সম্পত্তিতে ৫,৫৫০ কোটি ডলার যোগ করেছেন। শতাংশের নিরিখে দুই ভারতীয়ের সম্পদের তফাত আগে ২.৪ শতাংশের মতো থাকলেও গ্রুপ মার্কেট ক্যাপিটালাইজেশনের ভিত্তিতে গৌতম আদানি মুকেশ আম্বানিকে ছাড়িয়ে যান।
এদিন রিলায়েন্সের শেয়ারের দাম ১.৭২ শতাংশ পড়ে যায়। অন্যদিকে এদিন আদানি গ্রুপের বিভিন্ন শেয়ারের দাম বেড়েছে। এদিন আদানি এন্টারপ্রাইজের শেয়ার দাম বেড়েছে ২.৩৪%, আদানি পোর্ট অ্যান্ড স্পেশাল ইকনোমিক জোনের শেয়ারের দাম বেড়েছে ৪%। রিলায়েন্সের শেয়ারে টানা তৃতীয় দিনে পতন দেখা গেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার ১.৪৪ শতাংশ কমেছে।
আরও পড়ুন, জলের পাইপে লুকোনো লাখ লাখ টাকা, ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি করতেই চোখ কপালে অফিসারদের
অন্যদিকে, আদানি এন্টারপ্রাইজ ২.৯৪ শতাংশ বেড়ে ১,৭৫৭.৭০ টাকায় পৌঁছয়। আদানি পোর্টস ৪.৮৭ শতাংশ বেড়ে ৭৬৪.৭৫ টাকা হয়েছে। আদানি ট্রান্সমিশন .৫০ শতাংশ বেড়ে ১,৯৫০.৭৫ টাকায় এবং আদানি পাওয়ারের শেয়ারগুলিও .৩৩ শতাংশ বেড়ে ১০৬.২৫ টাকায় পৌঁছেছে। এই তিনটি কোম্পানি ছাড়াও রয়েছে আদানি গ্রিন, আদানি পাওয়ার এবং আদানি টোটাল গ্যাসও লাভের মুখ দেখেছে।
আদানি গ্রুপ সংস্থাগুলি তাদের মোট বাজার মূলধনে ১২ হাজার কোটি টাকা এবং তাদের মোট বাজার মূলধনে ৪২৫০ কোটি টাকা যোগ করেছে, যা গৌতম আদানিকে এশিয়ার সবচেয়ে ধনী করে তুলেছে। বুধবার বাজারে আদানি এন্টারপ্রাইজের শেয়ার ২.৭৬ শতাংশ বেড়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)