Karnataka PWD Engineer: জলের পাইপে লুকোনো লাখ লাখ টাকা, ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি করতেই চোখ কপালে অফিসারদের
Money spills out of pipe: আয় বহির্ভূত সম্পত্তির তল্লাশি চালায় কর্নাটকের অপরাধ দমন শাখা । সেই অভিযানে গিয়েই চোখ কপালে উঠল অফিসারদের।
নয়া দিল্লি: কালবুর্গী পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের (PWD) একজন জুনিয়র ইঞ্জিনিয়ারের (junior engineer) বাড়িতে তল্লাশি করতে গিয়ে চোখ কপালে উঠল অফিসারদের। আয় বহির্ভূত সম্পত্তির তল্লাশি চালায় কর্নাটকের অপরাধ দমন শাখা (Anti-Corruption Bureau)। সেই অভিযানে গিয়েই তাজ্জব বনলেন অফিসাররা।
পুলিশ সুপার (এসিবির উত্তর-পূর্ব রেঞ্জ) মহেশ মেঘনানাভারের নেতৃত্বে দুর্নীতি দমন ব্যুরোর (এসিবি) একটি দল ২৪ নভেম্বর সকাল ৭ টার দিকে গুব্বি কলোনিতে শান্তনাগৌড়ার বাড়িতে তল্লাশি চালায়। যিনিএকজন জুনিয়র ইঞ্জিনিয়ার। কর্ণাটকের PWD-এর কর্মী। সূত্রের খবর, বাড়িতে বেহিসেবি টাকা জমা ছিল এই গোপন তথ্য পেয়েই ওই ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি চালায় অফিসারদের দল।
কিছু আঁচ পেয়েই মিস্ত্রি ডেকে জলের পাইপ কাটার বন্দোবস্ত করেন অপরাধ দমন শাখার অফিসাররা। এরপর দেখা যায় ওই পাইপের মধ্যেই লুকোনো ছিল বিপুল পরিমাণ নগদ টাকা। তাঁর বাড়ি থেকেই প্রায় উদ্ধার হয়েছে ৪০ লক্ষ নগদ টাকা। এছাড়াও জানা যায় তাঁর একাধিক ফার্ম হাউসও রয়েছে। যে সম্পত্তির মূল্য এখনও নিশ্চিত করা যায়নি।
আরও পড়ুন, কোভিড ভ্যাকসিন নিয়ে কোটিপতি, মুহূর্তে ৭.৪ কোটি টাকা পেলেন মহিলা
এদিকে, জলের পাইপ থেকে টাকা উদ্ধারের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, জলের পাইপ থেকে রাশি রাশি টাকা বার করছেন অফিসাররা। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
প্রসঙ্গত, ১৯৯২ সালে কালবুর্গী জেলা পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারিং বিভাগে অস্থায়ী ভিত্তিতে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন এই ইঞ্জিনিয়র। ২০০০ সালে তাঁকে নিয়মিত কর্মচারী হিসাবে নিয়োগ করা হয়েছিল। বদলি হওয়ার আগে তিনি কালবুর্গী জেলার আলন্দ এবং বিজয়পুরা জেলার আলমেলে দায়িত্ব পালন করেছিলেন।