এক্সপ্লোর
Advertisement
'মেয়েদের উচিত স্বপ্ন দেখা', জেইই মেইন পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পেয়ে বলছেন তনুজা
১৭ বছরের তনুজার ইচ্ছা বম্বে আইআইটিতে পড়াশোনা করার। পছন্দের বিষয় অঙ্ক ও কম্পিউটার সায়েন্স।
নয়াদিল্লি: তনুজা চাক্কু। ২০২০ সালের জেইই মেইন পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পাওয়া পড়ুয়াদের তালিকায় একমাত্র ছাত্রী। প্রথমবার পরীক্ষায় ৯৯.৯৯ শতাংশ নম্বর পেয়েও ফের পরীক্ষায় বসেছিলেন তনুজা। সাক্ষাৎকারে বললেন, 'মেয়েদের লক্ষ্য হওয়া উচিত ১০০ শতাংশ নম্বর পাওয়া।'
তনুজার বাবা সরকারি চাকরি করেন। চলতি বছরের জানুয়ারি মাসে প্রথমবার জেইই মেইন পরীক্ষায় বসেন তিনি। নম্বর পান ৯৯.৯৯ শতাংশ। কিন্তু মেধাবী তনুজার স্বপ্ন ছিল আরও বেশি। তাই সেপ্টেম্বর মাসে করোনা পরিস্থিতিতেই আবার জেইই মেইন পরীক্ষা দেন তনুজা। এইবারে স্বপ্নপূরণ। ১০০ শতাংশ নম্বর পাওয়া ২৪ ছাত্রছাত্রীর নামের তালিকার মধ্যে মহিলা হিসাবে একা তনুজারই নাম রয়েছে।
সাফল্য পেয়ে কী বলছেন তনুজা? একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন, 'আমার বিশ্বাস সব মেয়েই জেইই মেইন পরীক্ষায় সাফল্য পেতে পারে। তবে মেয়েদের পড়াশোনার জন্য সামাজিক অনেক প্রতিবন্ধকতা থাকে, যার সম্মুখীন ছেলেদের হতে হয় না। মেয়েদেরও ১০০ শতাংশ নম্বর পাওয়ার স্বপ্ন দেখা উচিত। আর এটা শেষ নয়, শুরু।'
করোনা পরিস্থিতির মধ্যেই পরীক্ষায় ফের বসার সিদ্ধান্ত কেন? তনুজা বলছেন, 'লকডাউনটা একটা ছুটির মত। আমি আগে ৮-৯ ঘণ্টা পড়ার সময় পেতাম। কিন্তু আমার লক্ষ্য ছিল দিনে ১২ ঘণ্টা পড়া। বারবার নমুনা প্রশ্নপত্রগুলিকে অনুশীলন করতাম।'
১৭ বছরের তনুজার ইচ্ছা বম্বে আইআইটিতে পড়াশোনা করার। পছন্দের বিষয় অঙ্ক ও কম্পিউটার সায়েন্স। তাঁর এক বোন আছেন। তিনি আজ বসছেন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায়
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বাংলাদেশ
জেলার
Advertisement