এক্সপ্লোর
Advertisement
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্ব থাকবে শিবসেনার হাতেই, দাবি সঞ্জয় রাউতের, সোমবার সনিয়ার সঙ্গে বৈঠক পওয়ারের
এনসিপি-র মুম্বই শাখার সভাপতি নবাব মালিক জানিয়েছেন, আগামীকাল বিকেল চারটেয় পুণেতে দলের কোর কমিটির বৈঠক ডেকেছেন পওয়ার।
মুম্বই: মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে জটিলতা শনিবারও কাটল না। এদিন বিকেলে রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারির সঙ্গে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস নেতাদের দেখা করার কথা ছিল। কিন্তু এই সাক্ষাৎকার পিছিয়ে দেওয়া হয়েছে। শিবসেনার পরিষদীয় দলনেতা একনাথ শিন্ডে এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমাদের বিধায়করা বিভিন্ন কারণে মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে আছেন। তাঁরা মুম্বই এসে পৌঁছতে পারেননি। তাঁরা বন্যাদুর্গত অঞ্চলগুলি পরিদর্শন করছেন, পঞ্চনামা প্রক্রিয়া সম্পন্ন করছেন, নির্বাচন কমিশনে জমা দেওয়ার জন্য খরচের হিসেব এবং হলফনামা তৈরি করার কাজেও ব্যস্ত। সেই কারণে এদিনের বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে।’
এরই মধ্যে অবশ্য শিবসেনা নেতা সঞ্জয় রাউত দাবি করেছেন, ‘মহারাষ্ট্রে আমরা যে সরকার গঠন করতে চলেছি, সেটি শিবসেনার মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই হবে।’
বিজেপি-কে আক্রমণ করে রাউত আরও বলেছেন, ‘পুরনো এনডিএ-র সঙ্গে আজকের এনডিএ-র অনেক পার্থক্য। এখন এনডিএ-র আহ্বায়ক কে? এটির অন্যতম প্রতিষ্ঠাতা (লালকৃষ্ণ) আডবাণীজি হয় ছেড়ে চলে গিয়েছেন, না হলে তিনি নিষ্ক্রিয় হয়ে পড়েছেন।’
এদিকে, আগামীকাল এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধীর বৈঠক আগামীকাল হওয়ার কথা থাকলেও, সেটি একদিন পিছিয়ে সোমবার হবে বলে জানা গিয়েছে। এনসিপি-র মুম্বই শাখার সভাপতি নবাব মালিক জানিয়েছেন, আগামীকাল বিকেল চারটেয় পুণেতে দলের কোর কমিটির বৈঠক ডেকেছেন পওয়ার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement