এক্সপ্লোর
Advertisement
কমলনাথের পথেই, মধ্যপ্রদেশে সরকারি চাকরি সংরক্ষিত রাজ্যের যুবকদের জন্যই, ঘোষণা শিবরাজের
ট্যুইট করেও তিনি রাজ্যের ছেলেমেয়েদের প্রচুর খেটে পড়াশোনা করার পরামর্শ দেন, বলেন, তাঁর এটা স্বপ্ন যে, স্থানীয় যুবকরাই সরকারি চাকরিতে যোগ দিয়ে রাজ্য়ের ভবিষ্যত্ উন্নত করবে।
নয়াদিল্লি: মধ্যপ্রদেশে সরকারি চাকরি সংরক্ষিত থাকবে রাজ্যের লোকজনের জন্যই, এবং এটা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি বিধি-বন্দোবস্ত করা হচ্ছে। এই ঘোষণা করে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান বলেছেন, রাজ্য সরকার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যে, সরকারি চাকরি দেওয়া হবে শুধুমাত্র মধ্যপ্রদেশের যুবকদের। এজন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করছি। মধ্য়প্রদেশের সম্পদ রাজ্যের সন্তানদের জন্য়ই, ভিডিও বিবৃতিতে বলেন শিবরাজ। ট্যুইট করেও তিনি রাজ্যের ছেলেমেয়েদের প্রচুর খেটে পড়াশোনা করার পরামর্শ দেন, বলেন, তাঁর এটা স্বপ্ন যে, স্থানীয় যুবকরাই সরকারি চাকরিতে যোগ দিয়ে রাজ্য়ের ভবিষ্যত্ উন্নত করবে।
मेरे प्यारे भांजे-भांजियों! आज से मध्यप्रदेश के संसाधनों पर पहला अधिकार मध्यप्रदेश के बच्चों का होगा। सभी शासकीय नौकरियाँ सिर्फ मध्यप्रदेश के बच्चों के लिए ही आरक्षित रहेंगी। हमारा लक्ष्य प्रदेश की प्रतिभाओं को प्रदेश के उत्थान में सम्मिलित करना है।#MPjobs4MPstudents pic.twitter.com/f0DEkpAvxh
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) August 18, 2020
স্বাধীনতা দিবসের ভাষণেও শিবরাজ জানিয়েছিলেন, সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবে স্থানীয়রা। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যুবকদের চাকরি পাওয়া নিশ্চিত করতে একটা মেকানিজম বানাচ্ছে সরকার।
এই প্রথম নয়, রাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথও গত বছরের জুলাইয়ে ঘোষণা করেছিলেন, তাঁর সরকার বেসরকারি ক্ষেত্রে স্থানীয় যুবকদের জন্য ৭০ শতাংশ চাকরি সুনিশ্চিত করতে আইন আনার চিন্তাভাবনা করছে। আইন অনুসারে সরকারি, বেসরকারি সংস্থাগুলি মধ্যপ্রদেশের স্থানীয় ছেলেময়েদের বেশি কাজ দিতে বাধ্য থাকবে। আজ একগুচ্ছ ট্যুইট করে কমলনাথ শিবরাজকে এ ব্যাপারে তিনি যেসব পদক্ষেপ করেছেন, সেসব স্মরণ করিয়ে বলেন, আমার ১৫ মাসের মেয়াদে রাজ্যের যুবকরা যাতে চাকরিতে অগ্রাধিকার পায়, তা সুনিশ্চিত করতে অনেক বিধিনিয়ম করেছি আমি। কমলনাথ আরও বলেন, অন্তত চাকরি-বাকরির সঙ্কট নিয়ে ১৫ বছর বাদে আপনার ঘুম ভেঙেছে, আমাদের রাজ্যবাসীর জন্য চাকরি সংরক্ষণের সিদ্ধান্ত অনুসরণ করছেন। তবে শুধু কাগজকলমে ঘোষণা করলেই হবে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ইন্ডিয়া
খবর
Advertisement