Govinda: দার্জিলিং সফরে বলি তারকা গোবিন্দ, কথা বললেন স্থানীয়দের সঙ্গে
গত রবিবার পাহাড়ে আসেন বলি তারকা, সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। জলপাহাড় এলাকায় ছুটি কাটাতে এলে সবসময়েই সেখানকার সাধারণ মানুষদের সঙ্গে মিশে যান গোবিন্দ। সেলফি তোলা থেকে শুরু করে স্থানীয়দের সঙ্গে কথা বলা, সবই তাঁর রোজকার কাজ।
মোহন প্রসাদ, দার্জিলিং: মায়ানগরী ছেড়ে বাংলার পাহাড়ের বুকে তারকা। হঠাৎই দার্জিলিংয়ের রাস্তায় দেখা মিলল বলিউড তারকা গোবিন্দর (Govinda)। স্ত্রীর সঙ্গে দার্জিলিংয়ে নিজের বাড়িতে ছুটি কাটাতে এসেছেন তিনি। দার্জিলিংয়ের ঘুম-এর জলপাহাড় এলাকায় নিজের বাড়িতে সময় কাটাতে এসেছিলেন গোবিন্দ। প্রতি বছরই কয়েকটা দিনের জন্য পাহাড়ে কাটিয়ে যান তিনি।
গত রবিবার পাহাড়ে আসেন বলি তারকা, সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। জলপাহাড় এলাকায় ছুটি কাটাতে এলে সবসময়েই সেখানকার সাধারণ মানুষদের সঙ্গে মিশে যান গোবিন্দ। সেলফি তোলা থেকে শুরু করে স্থানীয়দের সঙ্গে কথা বলা, সবই তাঁর রোজকার কাজ। সকাল থেকেই ইদানিং লাইন পড়ছে জলপাহাড়ের সেই বাড়ির সামনে। গোবিন্দর এক ঝলক দেখা পেতে উৎসুক সকলেই। নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বেরিয়ে সবার সঙ্গে কথা বলেন গোবিন্দ। এমনকি ট্যুরিস্টরাও গাড়ি দাঁড় করিয়ে ছবি তোলেন তাঁর সঙ্গে।
এবিপি আনন্দের মুখোমুখি গোবিন্দ
এবিপি আনন্দের প্রতিনিধির মুখোমুখি হয়ে গোবিন্দ জানান, তাঁর পিঠে সামান্য ব্যাথার সমস্যা রয়েছে। তাই এবার মাত্র ৩ দিনেই দার্জিলিং সফর শেষ করতে হচ্ছে তাঁকে। আগামীকাল তিনি ফিরে যাবেন মায়ানগরীতে। এবিপি আনন্দর তরফ থেকে তাঁর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, বর্তমান রাজনীতি নিয়ে তাঁর কী মত? গোবিন্দ জানান, তিনি প্রায় ১৪ বছর আগে রাজনীতিতে ছিলেন। কিন্তু বর্তমানে তাঁর রাজনীতির সঙ্গে কোনও যোগ নেই। সমস্ত দলের সঙ্গেই তাঁর ভালো সম্পর্ক রয়েছে তবে প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দেওয়ার কথা তিনি এখন ভাবেননি।ট
আরও পড়ুন: একদিকে যীশু, অন্যদিকে সৌমিত্র চট্টোপাধ্যায়, 'অভিযান'-এর নতুন পোস্টারে ফিরে দেখা কিংবদন্তির জীবন
ছবি প্রসঙ্গে গোবিন্দা বলেন, তিনি এখন মনোমতো ছবির অফার পাচ্ছেন না। পুরনো বিষয়গুলি তিনি নতুন ছবিতে আননতে চান না। নতুন বিষয় পেলে অবশ্যতি তিনি আবার ফিরবেন অভিনয়ে।
বলিউডের অভিনেতাকে নিজেদের মাঝখানে পেয়ে খুশি স্থানীয়রাও। তাঁদের মুখ থেকেই জানা যায়, সবসময়েই স্থানীয়দের সঙ্গে মিশে গিয়ে কথা বলেন গোবিন্দ। তারকাসুলভ মনোভাব তাঁর নেই।