এক্সপ্লোর
Advertisement
প্রিয়ঙ্কার বাংলো দেওয়া হল বিজেপি মিডিয়ার সেলের হেড সাংসদ বালুনিকে
বালুনি এখন থাকেন গুরুদ্বার রাকাবগঞ্জ রোডের সরকারি বাংলোয়। তিনি এই বাড়িটি ছেড়ে দেওয়ার পর সেখানে চলে আসবেন এক রাজ্যসভার সদস্য।
নয়াদিল্লি: ২৫ নম্বর লোধি এস্টেটের যে বাংলোয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢরা থাকতেন সেখান উঠে আসতে চলেছেন বিজেপি-র মিডিয়া সেলের প্রধান তথা রাজ্যসভার সদস্য অনিল বালুনি। সম্প্রতি বাংলোটি ছেড়ে দেওয়ার জন্য নগরোন্নয়ন মন্ত্রক নোটিস দেয় প্রিয়ঙ্কাকে। ১ অগাস্টের মধ্যে বাংলো ছেড়ে দিতে হবে তাঁকে।
নিরাপত্তার কারণে স্পেশ্যাল প্রোটেকশন গ্রপের ঘেরাটোপে ছিলেন বলে ওই বাংলো প্রিয়ঙ্কার জন্য বরাদ্দ হয়। কিন্তু সেই নিরাপত্তা কিছুদিন আগে উঠে যাওয়ায় আর তাঁর ওই বাংলোয় থাকার অধিকার নেই। নগরোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বালুনির নামে তা নথিভুক্ত করা হয়ে গিয়েছে। প্রিয়ঙ্কা যত তাড়াতাড়ি বাংলো ছেড়ে দেবেন, তত দ্রুত বালুনি ওখানে চলে যেতে পারবেন।
বালুনি এখন থাকেন গুরুদ্বার রাকাবগঞ্জ রোডের সরকারি বাংলোয়। তিনি এই বাড়িটি ছেড়ে দেওয়ার পর সেখানে চলে আসবেন এক রাজ্যসভার সদস্য। দুই প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী এবং যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি এমএস বিট্টা এ ক্ষেত্রে ব্যতিক্রম। তাঁরা কোনও সরকারি পদে না থাকা সত্ত্বেও বসবাস করছেন সরকারি বাংলোয়।
|
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement