এক্সপ্লোর
মিডিয়া, বিমান পরিবহণ, বিমা ও সিঙ্গল ব্র্যান্ডের খুচরো ব্যবসায় এফডিআই সংক্রান্ত নিয়মনীতি শিথিলের প্রস্তাব নির্মলার
শুক্রবার সংসদে ২০১৯ এর সাধারণ বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ভাষণে বলেন, ২০১৮-১৯ বর্ষে ভারতে এফডিআইয়ের পরিমাণ ৬ শতাংশ বেড়ে ৬৪.৩৭ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে।

নয়াদিল্লি: আরও বেশি বিদেশি বিনিয়োগ টানতে মিডিয়া, বিমান পরিবহণ, বিমা ও সিঙ্গল ব্র্যান্ডের খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) সংক্রান্ত নিয়মনীতি শিথিল করার প্রস্তাব দিলেন নির্মলা সীতারামন। শুক্রবার সংসদে ২০১৯ এর সাধারণ বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ভাষণে বলেন, ২০১৮-১৯ বর্ষে ভারতে এফডিআইয়ের পরিমাণ ৬ শতাংশ বেড়ে ৬৪.৩৭ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্য, ভারত যাতে বিদেশি বিনিয়োগের আরও আকর্ষণীয় গন্তব্যস্থল হয়ে ওঠে, সেজন্য তিনি ইতিমধ্যে অর্জিত সুফলকে আরও সংহত করতে চান। তাই সরকার বিমান পরিবহণ, মিডিয়া, অ্যানিমেশন, গেমিং, কমিকস, ভিস্যুয়াল এফেক্টস অর্থাত এভিসিজি ক্ষেত্র, বিমায় আরও বেশি এফডিআইয়ের দরজা খুলে দিতে চায় সংশ্লিষ্ট মহলের শরিকদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে। বিমায় ইন্টারমিডিয়ারির ক্ষেত্রেও ১০০ শতাংশ এফডিআইয়ের অনুমতি দেওয়া হবে, সিঙ্গল ব্র্যান্ডের রিটেল সেক্টরে এফডিআই টানতে লোকাল সোর্সিংয়ের নিয়মনীতিও শিথিল হবে বলে জানান তিনি। চলতি এফডিআই সংক্রান্ত নিয়মে বিমা ক্ষেত্রে ৪৯ শতাংশ বিদেশি বিনিয়োগ করা যায়, যার মধ্যে পড়ে ইনসিওরেন্স ব্রোকিং, বিমা কোম্পানিগুলি, থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর, সার্ভেয়ার ও ক্ষয়ক্ষতি মূল্যায়নকারীরা। বিমা ব্রোকারদেরও অন্যান্য আর্থিক পরিষেবা দেওয়া ইন্টারমিডিয়ারিদের সঙ্গে, যেখানে ১০০ শতাংশ এফডিআইয়ের অনুমতি আছে, সমান ভাবে দেখার আবেদন করা হয়েছিল সরকারের কাছে। দেশের ব্যালেন্স অব পেমেন্ট পরিস্থিতি উন্নত করতে জরুরি এফডিআই। অন্যান্য বিদেশি মুদ্রা, বিশেষত মার্কিন ডলারের সাপেক্ষে টাকার দাম চাঙ্গা রাখতেও চাই এফডিআই। বর্তমানে সরকারের অনুমতি নিয়ে সংবাদপত্র ও সংবাদ, সাম্প্রতিক ঘটনাবলী তুলে ধরা সাময়িকী প্রকাশে ২৬ শতাংশ এফডিআইয়ের অনুমাদন পাওয়া যায়। ভারতের পরিকাঠামো উন্নয়নে এফডিআই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্দর, বিমানবন্দর, হাইওয়ের মতো পরিকাঠামো ক্ষেত্রকে চাঙ্গা করে আর্থিক উন্নয়ন জোরদার করতে প্রচুর পরিমাণে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ চাই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















