Har Ghar Dastak Campaign: কেন্দ্রের 'হর ঘর দস্তক' কর্মসূচি নিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন মনসুখ মাণ্ডব্য
Har Ghar Dastak Campaign: স্বাস্থ্যমন্ত্রক জানায়, দেশের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৭৯.২ শতাংশ কোভিডের প্রথম ডোজ পেয়েছেন। দেশের মোট ৯৪ কোটি প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৩৭ শতাংশ করোনার উভয় ডোজই পেয়েছেন।
নয়াদিল্লি: আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। কেন্দ্রের 'হর ঘর দস্তক' কর্মসূচির কথা মাথায় রেখেই এই বৈঠক হবে। প্রত্যেক প্রাপ্তবয়স্ক যাঁরা কোভিডের প্রথম ডোজও পাননি এবং যাঁরা এখনও দ্বিতীয় ডোজ নিতে পারেননি তাঁদের টিকাকরণের জন্য কেন্দ্রের কর্মসূচি 'হর ঘর দস্তক'।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এই বৈঠকটি আগামীকাল সকালে ভার্চুয়ালি করা হবে। ৩ নভেম্বর ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৫টি জেলা, যেখানে ৫০ শতাংশেরও কম প্রথম ডোজ টিকাকরণ হয়েছে, সেই সমস্ত জেলাশাসক ও স্বাস্থ্য়কর্মীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গেছে, প্রধানমন্ত্রীর সেই বৈঠকের রেশ টেনেই হবে আগামীকালের বৈঠক।
স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতি অনুয়ায়ী, ভারতের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৭৯.২ শতাংশ কোভিডের প্রথম ডোজ টিকা পেয়েছেন। একইসঙ্গে দেশের মোট ৯৪ কোটি প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৩৭ শতাংশ করোনার উভয় ডোজই পেয়েছেন।
এযাবৎ সর্বোচ্চ সংখ্যক টিকাকরণের নিরিখে প্রথম পাঁচ রাজ্য হল উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, গুজরাত ও মধ্যপ্রদেশ।
সম্প্রতি দেশ ১০০ কোটির ভ্যাকসিন ডোজের মাইলস্টোন ছুঁয়েছে। তার একদিন পরই জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা-কালে কর্তব্য পালন করেছে দেশ। আর তাতে সাফল্যও এসেছে। তিনি বলেন, ‘একশ কোটি ভ্যাকসিনেশনের অসাধারণ সাফল্য পেয়েছে দেশ। এই সাফল্য গোটা দেশের, দেশবাসীকে এর জন্য অভিনন্দন। তিনি আরও বলেন, ‘কঠিন লক্ষ্য নির্ধারণ করে, তা পূরণ করার ক্ষমতা রাখে নতুন ভারত। ভারতের টিকাকরণ কর্মসূচির তুলনা সারা বিশ্বের সঙ্গে হচ্ছে।’