এক্সপ্লোর
অভিভাবকদের প্রতিবাদের জের, আজই ৫ শিক্ষক নিয়োগ হেয়ার স্কুলে
এর আগে গত ১৭ জুলাই প্রতিবাদ জানিয়েছিলেন তাঁরা। অভিযোগ, অভিভাবকদের অভিযোগ স্কুলে শিক্ষক-শিক্ষিকা থাকার কথা ১১জন। সেখানে আছেন মাত্র ৮ জন।
কলকাতা: চারঘন্টা পর অবশেষে উঠল অবরোধ। চাপের মুখে শিক্ষক নিয়োগও হল হেয়ার স্কুলে। আজই নিয়োগ করা হল ৫ শিক্ষককে। আগামীকাল থেকে স্কুলে যোগ দেবেন তাঁরা। সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা সংসদের। শিক্ষক নিয়োগের পর অবরোধ তুলে নেন অভিভাবকরা। 'আগে প্রতিবাদ জানিয়েও ফল মেলেনি'। তাই আবারও পথে নামেন কলকাতার অন্যতম প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান হেয়ার স্কুলের ছাত্রদের অভিভাবকরা। প্রয়োজনের তুলনায় শিক্ষক-শিক্ষিকার সংখ্যা কম, এই অভিযোগেই পথ অবরোধ করলেন তাঁরা। অভিভাবকদের অভিযোগ, মাঝেমধ্যেই একটিমাত্র ক্লাস হওয়ার পর ছুটি দিয়ে দেওয়া হয় ছাত্রদের। কারণ, শিক্ষকের অভাব। এই অভিযোগে পথ অবরোধ করলেন হেয়ার স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। তার জেরে কার্যত অবরুদ্ধ হয় কলেজ স্ট্রিট। ব্যহত হয় ওই অঞ্চলের যান চলাচল।
এর আগে গত ১৭ জুলাই প্রতিবাদ জানিয়েছিলেন তাঁরা। অভিযোগ, অভিভাবকদের অভিযোগ স্কুলে শিক্ষক-শিক্ষিকা থাকার কথা ১১জন। সেখানে আছেন মাত্র ৮ জন। ফলে নিয়মিত ক্লাসও হয় না। তাঁদের বক্তব্য, শিক্ষামন্ত্রী শিক্ষকের ঘাটতি পূরণের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও নতুন শিক্ষক নিয়োগ হয়নি। ফলে একই সমস্যার শিকার ছাত্ররা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement