Himachal Flood Weather : রুদ্রমূর্তি বিপাশার, তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, বাড়ছে মৃত্যু, নতুন করে লাল ও কমলা সতর্কতা জারি
Himachal Flood Weather Live : বিপদসীমা অতিক্রম করে প্রবল বেগে বইছে বিপাশা নদী। কোথাও নদী ভেঙেছে ব্রিজ, মন্দির।
নয়া দিল্লি: হিমাচল প্রদেশের (Himachal Pradesh) পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে । অবিশ্বান্ত বৃষ্টি। ধ্বংসলীলা চালাচ্ছে প্রকৃতি। উথাল - পাথাল বিপাশা নদী (Beas River)। এ নদীর এমন রুদ্রমূর্তি সচরাচর দেখা যায় না। এখনই দুর্যোগ কমার কোনও আশাই দেখছে না আবহাওয়া দফতর। ভারতের আবহাওয়া দফতর ( IMD ) বেশ কয়েকটি জেলায় লাল এবং কমলা সতর্কতা জারি করেছে।
লাল সতর্কতা কোথায় কোথায়
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘন্টা সোলান, সিমলা, সিরমাউর, কুল্লু, মান্ডি, কিন্নর এবং লাহুলে খুব ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও, উনা, হামিরপুর, কাংড়া এবং চাম্বাতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আগামী ২৪ ঘন্টায় মান্ডি, কিন্নর এবং লাহুল-স্পিতিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর সোমবার বলেন, রাজ্যে গত কয়েকদিনে অস্বাভাবিক বেশি বৃষ্টিপাত হয়েছে। ইতিহাসে এমন বৃষ্টি দেখা যায়নি।
বিধ্বংসী রূপ নদীর
তিনি আরও বলেন, “আমরা গত কয়েক বছরে এমন পরিস্থিতি দেখিনি। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি খুবই উদ্বিগ্ন। বেশ কিছু ছোট-বড় নদী বিধ্বংসী রূপ নিয়েছে। ভাঙন ধরাচ্ছে। আগামী কয়েকদিন এ অবস্থা চলতে থাকলে ভয়াবহ ক্ষয়ক্ষতি হতে পারে”
গত কয়েকদিনের বৃষ্টিতে হিমাচল প্রদেশে ভয়াবহ বিপর্যয় ঘটিয়েছে। একের পর এক ভূমিধস নেমেছে। রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে। রাস্তাঘাট অবরুদ্ধ। বহু সেতু ক্ষতিগ্রস্ত । প্রকৃতির রোষে গত ৪৮ ঘন্টায় ২০ জনের প্রাণ গিয়েছে।
রুদ্রমূর্তি বিপাশার
বিপদসীমা অতিক্রম করে প্রবল বেগে বইছে বিপাশা নদী। কোথাও নদী ভেঙেছে ব্রিজ, মন্দির। কোথাও আবার নদীগর্ভে তলিয়েছে রাস্তা। বিধ্বস্ত হিমাচল প্রদেশের এই ছবিই এখন ভয় ধরাচ্ছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে হড়পা বান পরিস্থিতি তৈরি হয়েছে হিমাচলে। নদীর দাপটে নদীগর্ভে একের পর এক বাড়ি তলিয়ে গিয়েছে। এমনও ভিডিও দেখা গিয়েছে, যেখানে জোলের তোড়ে ভেসে গিয়েছে গাড়িও। হিমাচলের আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, ১৪ জুলাই পর্যন্ত পুরো রাজ্যে বৃষ্টির প্রক্রিয়া চলতে পারে।
আরও পড়ুন :
আজ কোন জেলায় কয়টি জেলা পরিষদ, কয়টি পঞ্চায়েত সমিতি, কয়টি গ্রাম পঞ্চায়েতে ভোটগণনা ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন