Sonam Wangchuk Climate Fast: লাদাখকে বাঁচানোর 'লড়াই'! অনশনের শেষ দিনে সকলকে অংশ নেওয়ার আহ্বান সোনম ওয়াংচুকের
Sonam Wangchuk: আগামীকাল সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনশনের আহ্বান জানাচ্ছেন তিনি। আগামীর পৃথিবী যাতে সুন্দর ও সুস্থ হয়, তার জন্য এই উদ্যোগ সোনম ওয়াংচুকের।

নয়াদিল্লি: 'ভারতীয় সংবিধানের (Indian Constitution) ষষ্ঠ তফশিলের (6th Schedule) অধিকার মেনে লাদাখকে বাঁচাতে (Save Ladakh) যে অনশন শুরু করেছি তার চতুর্থ দিন আজ।' ট্যুইটারে পোস্ট করলেন তারকা উদ্ভাবক সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। তাঁর 'ক্লাইমেট ফাস্ট'-এর (Climate Fast) চতুর্থ দিনের শেষে এসে সাধারণ মানুষকে তাঁর পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন 'ফুনসুক ওয়াংরু'।
সোশ্যাল মিডিয়ায় আবহাওয়া সংরক্ষণে পাশে দাঁড়ানোর আহ্বান সোনমের
রবিবার নিজের ট্যুইটার হ্যান্ডলে একটি ভিডিও বার্তা পোস্ট করেন সোনম ওয়াংচুক। ক্যাপশনে লেখেন, 'আপনারা সবাই কাল ৩০ জানুয়ারি, আমার অনশনের শেষ দিনে আমার সঙ্গে যোগ দিতে পারেন। লাদাখ ও আপনার পার্শ্ববর্তী পরিবেশের সঙ্গে সংহতি জানিয়ে আপনি আপনার এলাকায় ১ দিনের অনশনের আয়োজন করতে পারেন।' ভিডিওয় তিনি জানান এই অনশন অন্তত্য শান্তিপূর্ণ। পুজো অর্চনার মাধ্যমে এই অনশন চলবে। সকলেই এই অনশনে অংশ নিতে পারেন। আগামীকাল সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনশনের আহ্বান জানাচ্ছেন তিনি। আগামীর পৃথিবী যাতে সুন্দর ও সুস্থ হয়, তার জন্য এই উদ্যোগ সোনম ওয়াংচুকের। নিজেদের শহরে একত্রিত হয়ে এই অনশনের অংশ নেওয়ার জন্যও আহ্বান জানিয়েছেন তিনি, একইসঙ্গে সেই ভিডিও শেয়ার করার কথাও বলেছেন তিনি।
4th day of my #ClimateFast to #SaveLadakh under #6thSchedule of Indian constitution.
— Sonam Wangchuk (@Wangchuk66) January 29, 2023
You all can join me tomorrow 30th Jan, last day of my fast. You can organise a 1 day fast in your area in solidarity with #Ladakh & ur own surroundings#climate #ILiveSimply pic.twitter.com/lYT9ngqR0b
আরও পড়ুন: Tripura Assembly Election: ত্রিপুরায় বাম-কংগ্রেস আসন সমঝোতা কেন? দলীয় বৈঠকে বোঝালেন ইয়েচুরি
প্রসঙ্গত, সোনম ওয়াংচুকের অনুপ্রেরণাতেই আমির খানের (Aamir Khan) বিখ্যাত ছবি ‘থ্রি ইডিয়টস’-এর (3 Idiots) প্রধান চরিত্র ফুংসুক ওয়াংরু তৈরি হয়েছিল। লাদাখে সমাজসেবামূলক কাজের জন্য বিখ্যাত সোনম ওয়াংচুক। ২০১৮ সালে সোনম ‘হিমালয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভস’ নামে এক শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন। তিনি ২০১৮ সালে রমন ম্যাগসাইসাই সম্মানও পান। নানা সমস্যায় জর্জরিত লাদাখের মানুষ। বিপর্যস্ত তুষাররাজ্যের বাস্তুতন্ত্র। তাঁর বরাবরই উদ্দেশ্য ছিল সেই সমস্যার সমাধান অর্থাৎ লাদাখের উন্নয়ন। হাতেকলমে ছাত্রদের বিজ্ঞানের পাঠ দিতেই তাঁর শিক্ষা প্রতিষ্ঠান তৈরি। 'থ্রি ইডিয়টস' ছবির পর থেকে তিনি অনেক মানুষেরই আইকন।






















