এক্সপ্লোর
এবার হলিউডে পা রাখল করোনা, আক্রান্ত খোদ টম হ্যাঙ্কস
প্রবাদপ্রতিম ফরেস্ট গাম্প ছবির নাসক জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় থাকাকালীন তাঁর ও তাঁর স্ত্রীর জ্বর হয়। করোনা পরীক্ষা করান তাঁরা, দুজনেরই শরীরে ভাইরাস ধরা পড়েছে।

হলিউড: বিখ্যাত নায়ক টম হ্যাঙ্কস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর স্ত্রী রিটা উইসলনের শরীরেও করোনার জীবাণু পাওয়া গিয়েছে। এঁরাই প্রথম সেলিব্রিটি, যাঁরা জনসমক্ষে জানালেন করোনায় আক্রান্ত হওয়ার কথা। প্রবাদপ্রতিম ফরেস্ট গাম্প ছবির নায়ক জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় থাকাকালীন তাঁর ও তাঁর স্ত্রীর জ্বর হয়। করোনা পরীক্ষা করান তাঁরা, দুজনেরই শরীরে ভাইরাস ধরা পড়েছে। এখন তাঁদের বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে কাটাতে হবে, চলবে নিয়মিত ডাক্তারি পরীক্ষা। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন ৬৩ বছরের হ্যাঙ্কস। গোটা দুনিয়া এখন যেভাবে চলছে, সেভাবেই ঠিকমত নিয়মকানুন মেনে তাঁরা করোনা পরীক্ষা করান। দুজনেরই সংক্রমণ ধরা পড়েছে। চিকিৎসকরা যা বলেছেন, সব কিছু মানতে হবে। যতদিন প্রয়োজন ততদিন আলাদা থাকতে হবে তাঁদের। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে নিয়মিত খবরাখবর দেবেন তাঁরা।
এদিকে গায়িকা সিলিন ডিওন জানিয়েছেন, তাঁর ঠাণ্ডা লেগেছে তাই আগামী দুটি শো নভেম্বর পর্যন্ত স্থগিত। তবে তাঁর শরীরে করোনাভাইরাস মেলেনি। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















