এক্সপ্লোর
মহারাষ্ট্রে অভিনব উদ্যোগ নির্বাচন কমিশনের, মহিলা ভোটারদের বাচ্চাদের জন্য অস্থায়ী ক্রেশ
নিয়ম অনুযায়ী ভোটিং রুমে বাচ্চাদের নিয়ে যাওয়া যায় না। তাই এই অস্থায়ী ক্রেশ তৈরির সিদ্ধান্ত হয়েছিল। ক্রেশে শিশুদের সময় কাটানোর মতো বিভিন্ন খেলনা রাখা হয়েছিল। প্রশিক্ষিত অঙ্গনওয়াড়ি কর্মীরা শিশুদের তত্ত্বাবধানের জন্য ছিলেন

মুম্বই: মহিলা ভোটারদের সুবিধার জন্য অভিনব ব্যবস্থার দেখা মিলল মহারাষ্ট্রের বেশ কয়েকটি বুথে। শিশুসন্তানদের নিয়ে মহিলাদের ভোটের লাইনে দাঁড়িয়ে থাকার ছবিটা বদলাতে তৎপর ছিল নির্বাচন কমিশন। তাই বেশ কয়েকটি কেন্দ্রে শিশুদের সাময়িক দেখাশোনার জন্য ক্রেশ তৈরি করা হয়েছিল। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য অনেক মহিলা শিশুসন্তানকে সঙ্গে নিয়েই বুথে যেতে বাধ্য হতেন। সে কারণেই ক্রেশ তৈরির পরিকল্পনা বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের এক আধিকারিক। ওই আধিকারিক বলেছেন, ‘গত লোকসভা নির্বাচনের সময় প্রথম পরীক্ষামূলকভাবে ক্রেশ তৈরি করে দেখা হয়েছিল কয়েকটি জায়গায়। এবার মহারাষ্ট্রের নির্বাচনেও সেই ব্যবস্থা করা হয়েছিল। এই প্রথম নির্বাচন কমিশন মহিলা ভোটারদের সুবিধার্থে এই ধরনের ব্যবস্থা করেছে। মহিলারা স্বল্প সময়ের জন্য ক্রেশে শিশুসন্তানদের রেখে ভোটদান করতে পারবেন।’ কোনও রাজ্যের নির্বাচনে এই ব্যবস্থা এই প্রথম। নির্বাচন কমিশনের ওই আধিকারিক আরও জানিয়েছেন, মহিলা ভোটারদের অসুবিধা পর্যবেক্ষণ করেই এই অভিনব ভাবনা। বলেছেন, ‘নিয়ম অনুযায়ী ভোটিং রুমে বাচ্চাদের নিয়ে যাওয়া যায় না। তাই এই অস্থায়ী ক্রেশ তৈরির সিদ্ধান্ত হয়েছিল। ক্রেশে শিশুদের সময় কাটানোর মতো বিভিন্ন খেলনা রাখা হয়েছিল। প্রশিক্ষিত অঙ্গনওয়াড়ি কর্মীরা শিশুদের তত্ত্বাবধানের জন্য রয়েছেন।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















