India-Pakistan Tension : 'আমাদের আকাশপথ আমরা নিয়ন্ত্রণ করি', পাক-মিসাইল গুলি করে নামিয়ে হুঙ্কার ভারতের
Indian Security Forces: তিনটি যুদ্ধবিমানও ধ্বংস করে দিয়েছে। তারপরেই হুঙ্কার ছুঁড়ল ভারত।

নয়াদিল্লি : জম্মু ও কাশ্মীর, রাজস্থান ও পাঞ্জাব। একযোগে ভারতের তিন রাজ্যে সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন ছুঁড়েছিল পাকিস্তান। কিন্তু, ভারতের বাহিনী তা গুলি করে নামিয়েছে। তিনটি যুদ্ধবিমানও ধ্বংস করে দিয়েছে। তারপরেই হুঙ্কার ছুঁড়ল ভারত। সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-কে এক সূত্র জানিয়েছে, ভারত নিজের আকাশপথ নিজে নিয়ন্ত্রণ করে। উন্নত এয়ার ডিফেন্স নেটওয়ার্ক দিয়ে তা সুরক্ষিত। ওই সূত্রের কথায়, শত্রুপক্ষের তরফে চালানো যে কোনও নিশানা লঙ্ঘন হওয়ার আগেই তা শনাক্ত, জ্যাম ও ধ্বংস করে দিতে সক্রিয়।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব 'অপারেশন সিঁদুর'-এ পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারত। যার পর ভারতের ১৫টি শহরে সামরির ঘাঁটি টার্গেট করে পাকিস্তান। কিন্তু, কাউন্টার-আনম্যানড এরিয়াল সিস্টেম বা সি-ইউএএস নেটওয়ার্ক সহ বিমান প্রতিরক্ষার সংমিশ্রণ ক্ষেপণাস্ত্রগুলিকে গুঁড়িয়ে দেয়। ইজরায়েলের তৈরি হার্পি ড্রোনগুলি পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে নিষ্ক্রিয় করে দিয়ে পাল্টা প্রত্যাঘাতও করে। এর কিছু পরেও নতুন দফা শুরু হয়। কিন্তু, এবারও ভারতের এয়ার ডিফেন্স ব্যবস্থা তার নিজস্ব কামাল দেখায়। এবার কাজে আসে দেশীয় পদ্ধতিতে তৈরি আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম। যা ইজরায়েলের 'Iron Dome'-এর সঙ্গে তুলনীয়। এই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলাগুলি যে কর্তৃত্বের সঙ্গে প্রতিহত করা হয়েছে তাতে এই বিষয়টি স্পষ্ট হয়েছে যে, একটিও পাকিস্তানি প্রজেক্টাইল তার লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি। এনডিটিভি-কে জানিয়েছে ওই সূত্র।
রাতভর সীমান্তের বিভিন্ন জায়গায় ড্রোন হামলার চেষ্টা করে গিয়েছে পাকিস্তান। বহু পাক ড্রোনকে গুলি করে নামায় ভারত। জানিয়েছে ভারতীয় সেনা। ভিডিও-ও প্রকাশ করেছে ভারতীয় সেনা। আতঙ্কে POK-তে রাতভর বাজানো হয় সাইরেন সাইরেন। উধমপুর, সাম্বা, জম্মু, আখনুর, নাগরোটা, পাঠানকোটে পাক ড্রোন ধ্বংস করে ভারতীয় সেনা। কামাল দেখিয়েছে L 70 আর্টিলারি , ZU 23 MM গান, সিলিকা অ্যান্টি মিসাইল সিস্টেম। শুধু হামলা নয়, ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টাও চালাচ্ছে পাকিস্তান। সাম্বা সেক্টরে গভীর রাতে সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা ১২ পাক জঙ্গির। কিন্তু সতর্ক রয়েছে বিএসএফ। গুলিতে খতম ৭ জইশ জঙ্গি। এই পরিস্থিতিতে পাল্টা প্রত্যাঘাতে নেমেছে ভারত। বৃহস্পতিবার রাত থেকেই পাকিস্তানের বিভিন্ন শহরে বড় অপারেশন চালাচ্ছে ভারত। তৎপর ভারতের নৌ সেনাও। বিভিন্ন জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। একযোগে আক্রমণ চলছে জল - স্থল - অন্তরীক্ষে।
বিস্তারিত আসছে...






















