India Corona Update: দেশে করোনায় কমল দৈনিক আক্রান্তের সংখ্যা, পজিটিভিটি রেট ১.২৮ শতাংশ
India Corona Update: গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩০২। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৪ হাজার ১৪৮ জন। এখনও পর্যন্ত করোনায় দেশে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৩ হাজার ২২৬ জনের।
নয়াদিল্লি: দেশে করোনায় (Corona) কমল দৈনিক আক্রান্তের (Daily Case) সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩০২ জনের। দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৬৬ জন।
গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩০২। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৪ হাজার ১৪৮ জন। এখনও পর্যন্ত করোনায় দেশে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৩ হাজার ২২৬ জনের। সুস্থ হয়ে উঠেছেন মোট ৪ কোটি ২২ লক্ষ ৪৬ হাজার ৮৮৪ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৬ হাজার ৯৮৮ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ২৩৫। পজিটিভিটি রেট ১.২৮ শতাংশ।
বৃহস্পতিবার রাজ্য (West Bengal) স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন (Department of Health & Family Welfare) অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২৪৬ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্য়ে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ২০,১৪,৩০৭ জন। একদিনে রাজ্যে করোনায় অ্যাক্টিভ (Active Covid Cases) রোগীর সংখ্যা ২,১৬২ জন। এই সময় পর্বে রাজ্যে (West Bengal) করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ২১,১৬৫ জন। পাশাপাশি সরকারি বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণমুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৭২৬ জন। এই নিয়ে মোট সুস্থতার সংখ্যা ১৯,৯০,৯৮০ জন। আজ রাজ্যে সুস্থতার হার ৯৮.৮৪ শতাংশ। সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। শহরে একদিনে আক্রান্ত ৫০ জন।
আরও পড়ুন: West Bengal Weather Update: ফাল্গুনে আবহাওয়ার পরিবর্তন, দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি