India Covid: কিছুটা কমে আড়াই হাজারে দেশের দৈনিক সংক্রমণ
India Coronavirus: গত টানা পাঁচদিন ধরে দেশে দৈনিক করোনা সংক্রমণ তিন হাজারের উপর ছিল। গত বৃহস্পতিবারের পর মঙ্গলবার ফের স্বস্তি দিয়ে তিন হাজারের নীচে নামল দৈনিক কোভিড সংক্রমণ।
নয়াদিল্লি: এবার আড়াই হাজারের কোঠায় দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে গতকালের তুলনায় কমেছে দৈনিক সংক্রমণ। গত টানা পাঁচদিন ধরে দেশে দৈনিক করোনা সংক্রমণ তিন হাজারের উপর ছিল। গত v বৃহস্পতিবারের পর মঙ্গলবার ফের স্বস্তি দিয়ে তিন হাজারের নীচে নামল দৈনিক কোভিড সংক্রমণ।
এক নজরে আজকের করোনাগ্রাফ
- কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৬৮ জন।
গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল তিন হাজারের উপর। - ভারতে এখন অ্যাক্টিভ করোনা আক্রান্ত ১৯ হাজার ১৩৭।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃতের সংখ্যা ২০ জন।
- এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ৮৮৯ জনের।
- দেশে এখন কোভিড থেকে সুস্থতা হার ৯৮.৭৪ শতাংশ।
- গত ২৪ ঘণ্টায় সংক্রমণমুক্ত ২৯১১ জন।
- গত ২৪ ঘণ্টায় মোট কোভিড পরীক্ষা হয়েছে ৪ লক্ষ ১৯ হাজার ৫৫২ জনের।
উদ্বেগ বাড়িয়ে সম্প্রতি, IIT কানপুরের গবেষণা বলা হয়েছে, জুনেই তা আছড়ে পড়তে পারে। শিখরে পৌঁছবে অগাস্টে। তাণ্ডব চলতে পারে অক্টোবর পর্যন্ত। গাণিতিক গবেষণার মধ্যে দিয়ে কানপুর আইআইটির রিপোর্টে বলা হয়েছে, ২০২০-র ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্তের হদিশ মেলে। সেদিন থেকে ৯৩৬ দিন অর্থাৎ ২ বছর ১০ মাস পর আছড়ে পড়বে চতুর্থ ঢেউ। করোনার চতুর্থ ঢেউয়ের ক্ষেত্রে আফ্রিকার জিম্বাবোয়ের সঙ্গে ভারতের মিল পাচ্ছেন গবেষকরা। প্রশ্ন উঠেছে তাহলে কি দ্বিতীয় ঢেউয়ের মতো প্রাণঘাতী ও সংক্রামক হিসেবে আছড়ে পড়বে চতুর্থ ঢেউ? তৃতীয় ঢেউয়ের মতো ঝড়ের গতিতে ছড়াবে সংক্রমণ? IIT কানপুরের গবেষণায় এই সম্পর্কে তথ্য উঠে না এলেও, রিপোর্টে বলা হয়েছে, ভ্যাকসিনেশন, বুস্টার ডোজের উপর পরিস্থিতি অনেকটা নির্ভর করছে।
আরও পড়ুন: রাত পোহালেই মুখোমুখি মোদি-মাকরঁ, তার আগে ৪৩ হাজার কোটির প্রকল্প থেকে সরে দাঁড়াল ফ্রান্স