SCO Summit 2023: রাশিয়ান-চিনার পাশাপাশি ইংরেজিও ব্য়বহার হোক, কোন মঞ্চে এমন বার্তা ভারতের?
India:ভারতের এই উদ্যোগ ওই মঞ্চে সমর্থনও পেয়েছে বলে সূত্রের খবর।
নয়াদিল্লি: সাংহাই কর্পোরেশনের বৈঠকে কাজের ভাষা হিসেবে ইংরেজির ব্যবহারের পক্ষে ফের সওয়াল করল ভারত। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন-এর যাবতীয় কাজ মূলত ২টি ভাষায় হয়ে থাকে। একটি হল মান্দারিন, অপরটি রাশিয়ান। সেই তালিকায় ইংরেজিকেও ঢোকানোর জন্য সওয়াল করল ভারত। ভারতের এই উদ্যোগ ওই মঞ্চে সমর্থনও পেয়েছে বলে সূত্রের খবর। সূত্রের খবর, ইংরেজি অন্য অনেক সদস্য দেশই বুঝতে পারে। ফলে ভারতের এই উদ্যোগ বাকি সদস্য দেশগুলি অধিকাংশই খোলাখুলি সমর্থন করেছে।
SCO বা সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের সরকারি ভাষা বা কাজের ভাষা হয় রাশিয়ান ও মান্দারিন। ওই গোষ্ঠীর যাবতীয় তথ্য ও নথি এই ২টি ভাষাতেই তৈরি হয়ে থাকে। রাশিয়া ও চিন ছাড়া চারটি মধ্য এশিয়ার দেশ এই গোষ্ঠীর প্রতিষ্ঠাতা-সদস্য।
এখন ভারত গোয়াতে SCO CFM-আয়োজন করছে। ২দিনের এই অনুষ্ঠানে সাংহাই সামিটের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ করা হয়ে থাকে। এরপরে জুলাইয়ে নয়া দিল্লিতে SCO সামিট আয়োজিত হবে। আঞ্চলিক, রাজনৈতিক এবং প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে এখানে। গতবছর সমরখন্দ সামিটে ভারত এই বছর সভাপতিত্বের দায়িত্ব পায়। জুলাইয়ে SCO সামিটের আগে এই বৈঠকের দায়িত্বেও রয়েছে ভারত। SCO-এর মূল অফিস রয়েছে বেজিংয়ে। আটটি সদস্য দেশ রয়েছে এই গোষ্ঠীর। তাতে রাশিয়া ও চিন ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। ২০১৭ সালে এই গোষ্ঠীতে পূর্ণাঙ্গ সদস্য হিসেবে যোগ দেয় ভারত। তারপরে এই প্রথম সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত। ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর উজবেকিস্তানে সমরখন্দে এই গোষ্ঠীর বৈঠক হয়েছিল, সেখান থেকে ভারত এই বছরের দায়িত্ব পায়। ২০২৩ সালে SCO-এর থিম হল 'Secure SCO'। এই অঞ্চলে দেশগুলির সঙ্গে আরও ভাল পারস্পরিক সম্পর্ক। রাজনৈতিক, নিরাপত্তা, অর্থনৈতিক সম্পর্ক আরও ভাল করতে উদ্যোগী ভারত। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন ২০০১ সালে তৈরি হয়েছিল।
এখন এই গোষ্ঠীতে আটটি পূর্ণাঙ্গ সদস্য দেশ রয়েছে। ভারত, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, রাশিয়া ও চিন। আফগানিস্তান, বেলারুশ, ইরান এবং মঙ্গোলিয়া-এই চারটি দেশ অবসার্ভার বা পরিদর্শক হিসেবে রয়েছে। আজেরবাইজান, আর্মেনিয়া, কাম্বোডিয়া, নেপাল, তুরস্ক এবং শ্রীলঙ্কা এখন এই গোষ্ঠীর ডায়লগ পার্টনার।
আরও পড়ুন: অতিরিক্ত মেদ ঝরানোর পর তা যেন আর ফিরে না আসে, নিজের খেয়াল রাখুন নিয়ম মেনে