PM Narendra Modi: 'ঘরে ঢুকে মারব, বাঁচার কোনও সুযোগও দেব না', জঙ্গিদের উদ্দেশে ফের হুঙ্কার প্রধানমন্ত্রীর
India-Pakistan News: 'ভারতের প্রত্যাঘাতে বিশ্ব দরবারে কাকুতি-মিনতি করছিল পাকিস্তান', গতকালই জাতির উদ্দেশে ভাষণে বলেছেন প্রধানমন্ত্রী....

আদমপুর : জাতির উদ্দেশে ভাষণে গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বুঝিয়ে দিয়েছিলেন, জঙ্গি হামলা হলে কোনও ছাড় নেই। যে সরকার জঙ্গিদের মদত দেবে তাদেরও একই চোখে দেখবে ভারত। পাকিস্তানের উদ্দেশে একাধিক কড়া বার্তা পাঠানো হয়। এদিন আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে বক্তব্য রাখার সময়ও সেই একই সুরে প্রধানমন্ত্রী আরও একবার পাকিস্তান ও পাক-মদতপুষ্ট জঙ্গিদের উদ্দেশে হুঙ্কার ছাড়লেন, "ঘরে ঢুকে মারব। বাঁচার কোনও সুযোগও দেব না।" প্রধানমন্ত্রীর কথায়, "যে পাকিস্তানি সেনার ভরসায় এই জঙ্গিরা বসেছিল, ভারতের সেনা-বায়ুসেনা-নৌসেনা পাকিস্তানি সেনাকে ছারখার করে দিয়েছে। আপনারা পাকিস্তানি সেনাকে বুঝিয়ে দিয়েছেন, পাকিস্তানে এমন কোনও ঠিকানা নেই, যেখানে বসে জঙ্গিরা স্বস্তিতে থাকতে পারবে। ঘরে ঢুকে মারব। বাঁচার কোনও সুযোগও দেব না। আমাদের ড্রোন, মিসাইলের কথা ভেবেই পাকিস্তানের কয়েকদিন ঘুম হয়নি।"
#WATCH | At the Adampur Air Base, PM Narendra Modi says "...Hum ghar mein ghus kar maarenge aur bachne ka ek mauka tak nahi denge..."
— ANI (@ANI) May 13, 2025
He says "The Indian Army, Indian Air Force and Indian Navy have defeated the Pakistani Army on which these terrorists were relying. There is no… pic.twitter.com/4vgoTAfX27
পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ায় ভারতীয় নিরাপত্তাবাহিনীর উচ্ছ্বসিত প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "আজ আমাদের নতুন ও অত্যাধুনিক প্রযুক্তির সক্ষমতা আছে। যার মোকাবিলা করতে পারবে না পাকিস্তান। গত দশকে, বিশ্বের সেরা প্রযুক্তি পৌঁছেছে ভারতীয় বায়ুসেনা এবং আমাদের অন্যান্য বাহিনীতে। কিন্তু, আমরা সকলেই জানি যে, নতুন প্রযুক্তির সঙ্গে সঙ্গে বড় চ্যালেঞ্জও আসে। একটা জটিল ও উন্নতি সিস্টেমের ভারসাম্য রাখা, দক্ষতার সঙ্গে তার পরিচালনা করার জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন। আপনার প্রযুক্তিকে কৌশলের সঙ্গে জুড়ে দিয়েছেন। আপনারা প্রমাণ করে দিয়েছেন যে, এই খেলায় আপনারা চমৎকার।"
#WATCH | At the Adampur Air Base, PM Narendra Modi said, "Today, we have the capability of new and cutting-edge technology which Pakistan cannot counter. In the last decade, world's best technologies have reached the Air Force and all our other Forces. But we all know that with… pic.twitter.com/1HPOfT5Y8R
— ANI (@ANI) May 13, 2025






















