India-Pakistan-China News: 'চিনকে একদম বিশ্বাস করা যায় না, পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে যত সাহায্য করা যাবে...', তাৎপর্যপূর্ণ মন্তব্য় ব্রিটিশ লেখকের
India-Pakistan Conflict: TRF-কে যাতে বিশ্বমঞ্চে জঙ্গি সংগঠনের তকমা দেওয়া হয় সেই চেষ্টা চালাচ্ছে ভারত।

বেলফাস্ট (ইংল্যান্ড) : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দায় নিয়েছিল লস্কর-ই-তৈবার সহযোগী সংগঠন TRF (দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট)। তারা নিজেরাই একবার নয়, দু'বার এই হামলার দায় নেওয়ার পরও পাকিস্তান তাদের ভূমিকা মানতে চায়নি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে আলোচনায়। এই পরিস্থিতিতে TRF-কে যাতে বিশ্বমঞ্চে জঙ্গি সংগঠনের তকমা দেওয়া হয় সেই চেষ্টা চালাচ্ছে ভারত। এনিয়ে এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন ব্রিটিশ লেখক ও রাজনৈতিক ভাষ্যকার ডেভিড ভান্স। তিনি বলছেন, "এটা ভাল যে ভারত তাদের সেই তকমাই দিয়েছে যেটা তারা প্রকৃত অর্থে... চিন এই অঞ্চলে পাকিস্তানকে একটি প্রক্সি হিসেবে ব্যবহার করে। চিনকে কোনওভাবেই বিশ্বাস করা যায় না, যা আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পের বোঝা উচিত... চিনের বিরুদ্ধে পশ্চিমের জন্য ভারত একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা। পাকিস্তানের বিরুদ্ধে আমরা যত বেশি ভারতকে সাহায্য করতে পারি, ততই ভাল। পাকিস্তানের সঙ্গে চিনের স্বার্থ রয়েছে এবং এটা ভারতের জন্য ভাল নয়। "
#WATCH | Belfast, UK: On India making efforts to get 'The Resistance Front' (TRF) designated as a Global terrorist organisation, writer and political commentator David Vance says, "... It's good that India has designated them for what they are... China operates Pakistan as a… pic.twitter.com/9Tud22xLsl
— ANI (@ANI) May 15, 2025
'অপারেশন সিঁদুর' ও পাকিস্তানের মিথ্যাচার নিয়ে তিনি বলেন, অপারেশনটি অনেক আগেই করা দরকার ছিল। আমি যতটা বুঝতে পারছি, অপারেশনটি বেশ সফল হয়েছে। যদি আপনি বিশ্বব্যাপী মিডিয়ার দিকে তাকান, তাহলে দেখা যাবে যে তারা ভারতের প্রতি তেমন সমর্থন দেখায়নি। আমার মনে হয় এটা পাকিস্তানের সঙ্গে সংঘাতের চেয়ে অনেক বেশি কিছু ছিল... আমি মনে করি পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র, একটি জঙ্গি রাষ্ট্র এবং একটি জঙ্গি ইনকিউবেটর। এটা ভাল যে ভারত এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েচে। পশ্চিমী গণমাধ্যমের কভারেজ একেবারেই নৃশংস এবং পাকিস্তানের পক্ষে পক্ষপাতদুষ্ট। তারা ভারতের সুস্পষ্ট সাফল্যকে উপেক্ষা করেছে... আমি হতাশ হয়েছি যে প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যস্থতা করেছেন এবং যুদ্ধবিরতির চেষ্টা করেছেন। সংঘর্ষবিরতির কোনও প্রয়োজন ছিল না... পশ্চিমী মিডিয়া অনেক বিষয়েই অন্যায্য। এটা বিশ্বাস করা যায় না... ভারতে বিবিসি নিষিদ্ধ করা উচিত। এটা এত ভারতবিরোধী এবং পাকিস্তানপন্থী।
#WATCH | Belfast, UK: On Operation Sindoor and the false narrative set up by Pakistan, writer and political commentator David Vance says, "... The operation was long overdue and it needed to happen. The operation has been pretty successful as best as I can understand. If you look… pic.twitter.com/uwHvZFpBPW
— ANI (@ANI) May 15, 2025






















