PM Modi Rahul Gandhi Meet: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে PMO-তে গেলেন রাহুল গান্ধী, প্রত্যাঘাতের প্রস্তুতির মধ্যেই গুরুত্বপূর্ণ বৈঠক !
India Pakistan War Modi Rahul Meet: কাশ্মীর হামলার পর দেশ চলছে প্রত্যাঘাতের প্রস্তুতি, এমনই এক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কাছে পৌঁছে গিয়েছেন রাহুল গান্ধী, বৈঠকে কী নিয়ে আলোচনা ?

নয়াদিল্লি: কাশ্মীর হামলার (Kashmir Attack) পর একদিকে চলছে প্রত্যাঘাতের প্রস্তুতি। ঠিক এমনই পরিস্থিতিতে এবার প্রধানমন্ত্রী মোদির কাছে গেলেন রাহুল গান্ধী (Modi Rahul Meet) । যদিও বিরোধী দলনেতার থেকে এই ইস্যুতে পাশে বার্তা আগেই এসেছিল। হামলার পর কাশ্মীরে গিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে সরকার যা পদক্ষেপ নেবে, বিরোধী দল হিসেবে কংগ্রেস তার পাশে থাকবে। পূর্ণ সমর্থন জানাবে। কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী মোদির কাছে পৌঁছে গিয়েছেন রাহুল গান্ধী। সূত্র মারফৎ খবর, CBI অধিকর্তা নিয়োগ নিয়ে মোদি-রাহুল বৈঠক। তবে তাঁদের মধ্যে এই মুহূর্তে কী কথা হচ্ছে ? আশা করা হচ্ছে, তা শীঘ্রই প্রকাশ্যে আসবে।
আরও পড়ুন, আপনারা করছেন দাঙ্গা, গালাগালি খাচ্ছি আমি, কাদের উদ্দেশে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
হামলার ঘটনার পরই শ্রীনগরে যান কংগ্রেস সাংসদ ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি সেসময় বলেছিলেন,' আমি সকলকে জানাতে চাই, গোটা দেশ এখন একত্রিত। আমরা সরকারের সঙ্গে বৈঠক করেছি। সব বিরোধী দল এই ঘটনার নিন্দা জানিয়েছে। তারা জানিয়েছে সরকার যে পদক্ষেপ নেবে তাতে তারা সমর্থন জানাবে। বিভাজনের উদ্দেশ্যে, ভাইয়ে ভাইয়ে লড়াই লাগানোর উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে। প্রত্যেক ভারতীয়র একত্রিত থাকা খুব গুরুত্বপূর্ণ, যাতে জঙ্গিরা যা করতে চাইছে সেটা আমরা প্রতিহত করতে পারি।'
সীমান্তপারের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। হুঙ্কার দেন নরেন্দ্র মোদি। বলেন, 'যারা জঙ্গি, আর যারা জঙ্গিদের সমর্থন করে, তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সীমান্ত-সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের (ভারতের) লড়াইয়ে পাশে থাকার জন্য় অ্য়াঙ্গোলাকে ধন্য়বাদ জানাই।' কিন্তু, কবে? কোথায়? কীভাবে প্রত্য়াঘাত? সেই প্রশ্ন তুলেছে বিরোধীরা। ভারতে জঙ্গি ঢুকিয়ে, ভারতীয়দের মৃত্য়ু-মুখে ঠেলে দিয়ে,বিশ্বাসঘাতকতা করেছে পাকিস্তান। এবার তার বদলা চায় ভারতবাসী। এমন শিক্ষা, যা পাকিস্তান কখনও ভুলবে না! নরেন্দ্র মোদি ফের বুঝিয়ে দিলেন, পাকিস্তানের বিরুদ্ধে এই লড়াইয়ে, আন্তর্জাতিক মহল ভারতের পাশেই রয়েছে। ফলে আঘাত হানা হতে পারে যে কোনও মুহূর্তে!
একই সুরে পাকিস্তানের বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, একটা কথা মন দিয়ে বুঝে রাখুন, এটা নরেন্দ্র মোদির সরকার, কেউ রেহাই পাবে না, কেউই রেহাই পাবে না।... এই দেশের ইঞ্চি ইঞ্চি জমি থেকে সন্ত্রাসবাদকে গোড়া সমেত উপড়ে ফেলাই আমাদের সংকল্প এবং তা প্রমাণিত হবেই এবং এই লড়াইয়ে ১৪০ কোটি ভারতীয় একা নয়, সারা বিশ্ব ভারতের পাশে দাঁড়িয়েছে।






















