India Corona Update: দেশের করোনাগ্রাফে ওঠানামা অব্যাহত! কমল দৈনিক মৃতের সংখ্যা
India Corona Update: এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ১৮১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ১৩ হাজার ৪১৩।
নয়াদিল্লি: দেশে করোনা গ্রাফের (Covid Graph) ওঠাপড়া চলছেই। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণ (daily covid case) সামান্য কমলেও এখনও ৩ হাজার ছুঁইছুঁই। তবে কমেছে দৈনিক মৃত্যুর (daily covid death) সংখ্যা।
দেশের করোনাগ্রাফের ওঠানামা অব্যাহত
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Ministry of Health) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮২৭ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৮৯৭। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৪। সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩০ জন।
এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ১৮১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ১৩ হাজার ৪১৩।
#COVID19 | India reports 2,827 fresh cases, 3,230 recoveries, and 24 deaths in the last 24 hours.
— ANI (@ANI) May 12, 2022
Total active cases is 19,067. pic.twitter.com/vArwMu705N
সুপ্রিম কোর্টের রায়
দিনকয়েক আগে সুপ্রিম কোর্ট এক নির্দেশে জানায়, কাউকে করোনার ভ্যাকসিন নিতে বাধ্য করা যাবে না। সেইসঙ্গে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে, করোনার ভ্যাকসিন নিলে কী ধরনের উপসর্গ দেখা দিতে পারে বা শরীরের ওপর এর কী প্রভাব পড়তে পারে, সে বিষয়ে তথ্য ও পরিসংখ্যান প্রকাশ করতে হবে। যাঁরা ভ্যাকসিন নেননি, তাঁদের ক্ষেত্রে জন সমাগমের জায়গায় যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আছে। বর্তমান পরিস্থিতিতে সেই বিধিনিষেধ প্রত্যাহার করতে বলেছে সুপ্রিম কোর্ট। তবে এখন কেন্দ্রের যে ভ্যাকসিন নীতি রয়েছে তা অযৌক্তিক নয় বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। করোনা মোকাবিলায় বৃহত্তর স্বার্থে সরকার চাইলে শর্ত বা বিধিনিষেধ আরোপ করতে পারে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে।
আরও পড়ুন: Breakfast Mistakes: এড়িয়ে যাচ্ছেন জলখাবার? প্রাতঃরাশ সম্পর্কিত এই ভুলগুলি করছেন না তো?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )