Doctor Death in Covid19 : শুধু পশ্চিমবঙ্গেই ৩০, গোটা ভারতে ৬২৪ জন চিকিৎসক কেড়েছে করোনার দ্বিতীয় ঢেউ
দিল্লি, বিহার ও উত্তরপ্রদেশে সবথেকে বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে এই সময়পর্বে।
নয়াদিল্লি : যুদ্ধক্ষেত্রে একেবারে সামনে থেকে দাঁড়িয়ে লড়াই চালিয়েছেন-চালাচ্ছেন তারা। অতিমারির মাঝে মানুষের প্রাণ বাঁচানোর জন্য সবটা দিয়ে লড়াই করেছেন যে চিকিৎসকরা তাদেরই অনেককে আমাদের হারাতে হয়েছে মারণ ভাইরাসের জেরে। কোভিডের দ্বিতীয় ঢেউ গোটা দেশের চিকিৎসকদের ওপরেই মারাত্মকভাবে পড়েছে। বৃহস্পতিবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করে যে খতিয়ান তুলে ধরা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে শুধু করোনার এই দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশজুড়ে শহিদ হতে হয়েছে ৬২৪ জন চিকিৎসককে। আর শুধু পশ্চিমবঙ্গেই সংখ্যাটা ৩০। করোনার প্রথম ধাক্কার সময় গোটা দেশে ৭৪৮ জন চিকিৎসক মারা গিয়েছিলেন বলেই জানিয়েছিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)।
করোনা দ্বিতীয় ঢেউয়ের জেরে গোটা দেশ ও দেশব্যাপী চিকিৎসকরা প্রভাবিত হলেও তাদের মৃত্যুর নিরীখে সবথেকে ওপরে রয়েছে দিল্লি, বিহার ও উত্তরপ্রদেশ। আইএমএ যে পরিসংখ্যান সামনে এনেছে, তাতে দেখা যাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে দিল্লিতে ১০৯ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। যা দেশের মধ্যে সর্বোচ্চ। তার ঠিক পরেই রয়েছে বিহার। যেখানে কোভিডের দ্বিতীয় ঢেউ কেড়ে নিয়েছে ৯৬ জন চিকিৎসককে। আর উত্তরপ্রদেশের ক্ষেত্রে সংখ্যাটা ৭৯।
এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ১৫৪ জন। দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৪ লক্ষ ৪১ হাজার ৯৮৬ জন। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ১ লক্ষ ৩২ হাজার ৭৮৮। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ১ লক্ষ ২৭ হাজার ৫১০। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ১ লক্ষ ৫২ হাজার ৭৩৪।
পাশপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২ হাজার ৮৮৭ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা ৩ লক্ষ ৩৭ হাজার ৯৮৯। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩ হাজার ২০৭। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ২ হাজার ৭৯৫। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩ হাজার ১২৮।