(Source: ECI/ABP News/ABP Majha)
Centre on Vaccination: যোগ্য় ৯৫ শতাংশের প্রথম টিকা হয়ে গিয়েছে, জানাল কেন্দ্র
Centre on Vaccination: বৃহস্পতিবার সন্ধে ৭টা পর্যন্ত দেশে ৪৯ লক্ষ ৬৯ হাজার ৮০৫ টিকা দেওয়া হয়েছে বলে কেন্দ্রের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়। মধ্যরাত পর্যন্ত সংখ্যা আরও বাড়বে।
নয়াদিল্লি: টিকা নেওয়ার যোগ্য দেশের ৯৫ শতাংশ মানুষ অন্তত একটি করে টিকা পেয়ে গিয়েছেন বলে জানাল কেন্দ্র (COVID-19 Vaccine)। বৃহস্পতিবার পর্যন্ত টিকাকরণ (COVID Vaccination) কর্মসূচির আওতায় দেশে মোট ১৬৪ কোটি ৩৫ লক্ষ ৪১ হাজার ৮৬৯টি টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মাণ্ডবীয় (Mansukh Mandaviya)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে, স্বাস্থ্যকর্মীদের অকাতর পরিশ্রম এবং জনগণের সার্বিক অংশগ্রহণেই তা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার সন্ধে ৭টা পর্যন্ত দেশে ৪৯ লক্ষ ৬৯ হাজার ৮০৫ টিকা দেওয়া হয়েছে বলে কেন্দ্রের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়। মধ্যরাত পর্যন্ত সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে তারা। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, এ দিন সন্ধে ৭টা পর্যন্ত ১৪ লক্ষ ৮৩ হাজার ৪১৭ জন করোনার প্রথম টিকা পেয়েছেন। এর মধ্যে ১৫ থেকে ১৮ বছর বয়সি ৫ লক্ষ ৪৩ হাজার ২২৭ ছেলেমেয়েও রয়েছে। এ দিন দ্বিতীয় টিকা পেয়েছেন ২৮ লক্ষ ৯৪ হাজার ৭৩৯ জন।
नव वर्ष की ऐतिहासिक उपलब्धि!
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) January 27, 2022
भारत ने अपनी 9⃣5⃣% से अधिक वयस्क आबादी को वैक्सीन की पहली डोज लगाने का कीर्तिमान हासिल कर लिया है।
PM @NarendraModi जी के नेतृत्व, स्वास्थ्य कर्मियों की मेहनत और जनभागीदारी से हम निरंतर इस अभियान में आगे बढ़ रहे हैं।#SabkoVaccineMuftVaccine pic.twitter.com/xRjjlQX06I
আরও পড়ুন: Covid Vaccination: আগামী জানুয়ারিতে বয়স ১৫ হলেও টিকা, নির্দেশ কেন্দ্রের
একই সঙ্গে এ দিন সতর্কতা টিকা পেয়েছেন ৫ লক্ষ ৯১ হাজার ৬৪৯ জন। এর মধ্যে রয়েছেন স্বাস্থ্য কর্মী, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষ এবং ৬০ পেরনো নাগরিক। এখনও পর্যন্ত দেশ জুড়ে যে ১৬৪ কোটি ৩৫ লক্ষ ৪১ হাজার ৮৬৯টি টিকা দেওয়া হয়েছে, তার মধ্যে প্রথম টিকার সংখ্যা ৯৩ কোটি ৫০ লক্ষ ২৯ হাজার ৫৪১। এর মধ্যে রয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সি ৪ কোটি ৪২ লক্ষ ৮১ হাজার ২৫৪ জন ছেলেমেয়ে।
argestVaccineDrive
— Ministry of Health (@MoHFW_INDIA) January 27, 2022
First Dose of COVID-19 Vaccine administered to 95% of eligible population
India’s cumulative vaccination coverage crosses 164.35 crorehttps://t.co/1wB0A15srQ pic.twitter.com/38dY0Adp1R
করোনার বিরুদ্ধে দ্বিতীয় টিকা পেয়েছেন ৬৯ কোটি ৮২ লক্ষ ৭ হাজার ৪৮১ জন নাগরিক। এখনও পর্যন্ত গোটা দেশে সাবধানতা টিকা দেওয়া হয়েছে ১ কোটি ৩ লক্ষ ৪ হাজার ৮৪৭টি। এই মুহুর্তে দেশে ১৫ থেকে ১৮ এবং ১৮ ঊর্ধ্বরাই টিকা নেওয়ার যোগ্য বলে ধরা হচ্ছে।