![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: ECI/ABP News/ABP Majha)
The Kashmir Files Film : কাশ্মীর ফাইলস দেখতে ছুটলেন অযোধ্যার সাধুরাও! দেখে অবাক তাবড় পরিচালক
সিনেমাটি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কাশ্মীরের সত্য, যা ছবিতে দেখানো হয়েছে, তা অনেকে আবৃত রাখার চেষ্টা করে গিয়েছেন।
![The Kashmir Files Film : কাশ্মীর ফাইলস দেখতে ছুটলেন অযোধ্যার সাধুরাও! দেখে অবাক তাবড় পরিচালক Ahoydha saints praises PM Modi for abolishing article 370 after watching the kashmir files Ram Gopal Verma in awe The Kashmir Files Film : কাশ্মীর ফাইলস দেখতে ছুটলেন অযোধ্যার সাধুরাও! দেখে অবাক তাবড় পরিচালক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/18/6d0f6dcfca0a8510f913568452beeed4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অযোধ্যা (উত্তরপ্রদেশ) : দ্যা কাশ্মীর ফাইলসকে (The Kashmir Files) 'সাহসী সিনেমা' বলে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) প্রশংসায় পঞ্চমুখ অযোধ্যার সাধুরা। স্থানীয় এক প্রেক্ষাগৃহে দল বেঁধে বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর (Vivek Ranjan Agnihotri) সিনেমা দেখতে গিয়েছিলেন অযোধ্যার সাধু-সন্তরা।
সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে সিনেমা দেখে বেরিয়ে তাদের বক্তব্য, 'সিনেমাতে যেমন দেখানো হয়েছে একটি ক্যাম্পের মধ্যে হিন্দু পুরুষ-মহিলা নির্বিশেষে সকলকে রাখা হত ও তাঁরা বাইরে বেরোলেই জঙ্গিরা তাদের গুলিতে ঝাঁঝরা করে দিত, সেই দৃশ্য একেবারেই সত্যি। নিজে চোখে তেমনটা দেখেছি।' যার পরই প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টেনে তাঁক প্রশংসা করে সাধুরা জোড়েন, 'এই দৃশ্য মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেখেছিলেন, তাই ক্ষমতায় আসার আগেই কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের কথা বলেছিলেন তিনি।' জম্মু ও কাশ্মীরে ৩০ ধারা বিলোপের প্রশংসা করার পাশাপাশি কংগ্রেস ও জওহরলাল নেহেরুর বিরুদ্ধে সমালোচনাতেও মুখর হয়েছেন তাঁরা। প্রসঙ্গত, যে ভিডিও-র সতত্য যাচাই করেনি এবিপি লাইভ। এদিকে অযোধ্যার সাধুদের সিনেমা হলে সিনেমা দেখার একটি ছবি পোস্ট করে কাশ্মীর ফাইলসের প্রশংসা করেছেন পরিচালক রাম গোপাল ভর্মা।
— Ram Gopal Varma (@RGVzoomin) March 16, 2022
অযোধ্যার সাধুদের যে বক্তব্য সামনে আসারা পর কংগ্রেসের পক্ষ থেকে কোনও বিবৃতি না পাওয়া গেলেও গত কয়েকদিন ধরেই কাশ্মীর ফাইলস সিনেমাটিকে ঘিরে তীব্র হয়েছে রাজনৈতিক পারদ। ইতিমধ্যে একাধিক বিজেপি শাসিত রাজ্যগুলি কর মুক্ত করে দিয়েছে ছবিটি। কয়েকটি রাজ্যে ছুটি পর্যন্ত দেওয়া হয়েছে সিনেমাটি দেখার জন্য। সিনেমাটি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কাশ্মীরের সত্য, যা ছবিতে দেখানো হয়েছে, তা অনেকে আবৃত রাখার চেষ্টা করে গিয়েছেন। এখনও যাঁরা মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলেন, তাঁরাই আবার এই ছবি প্রদর্শনের বিরোধিতা করেছে। এদিকে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ এদিনই কাশ্মীর ফাইলসকে নিশানা করে বলেছেন 'একাধিক মিথ্যা তথ্য' রয়েছে সিনেমাটিতে।
অন্যদিকে একের পর এক রেকর্ড ভাঙছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। প্রেক্ষাগৃহে এক সপ্তাহ পূরণের আগেই ১০০ কোটির ক্লাবে (100 Crore Club) প্রবেশ করতে চলেছে এই ছবি। সপ্তম দিনের শেষে এই ছবি বক্স অফিসে মোট ৯৭.৩০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। ১১ মার্চে মুক্তি পায় এই ছবিটি। 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, দর্শন কুমার, মিঠুন চক্রবর্তী ও পল্লবী যোশি।
আরও পড়ুন- 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা প্রদান
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)