Air India : আজ থেকে এয়ার ইন্ডিয়ার ৪টি বিমানে এই পরিষেবা টাটার
TATA to offer this service in four flights : ৬৮ বছর পর ১৮ হাজার কোটি টাকা দাম দিয়ে এয়ার ইন্ডিয়ার মালিকানা পায় টাটা সন্স।
নয়া দিল্লি : এয়ার ইন্ডিয়ায় (AIR India) প্রথম পদক্ষেপ টাটা গ্রুপের (TATA Group)। চারটি বিমানে উন্নত খাদ্য পরিষেবা দিতে চলেছে এই সংস্থা। বৃহস্পতিবার মুম্বই থেকে যা পরিচালিত হবে বলে সংস্থার আধিকারিকরা জানিয়েছেন। যদিও এদিন থেকেই টাটা গ্রুপের ব্যানারেই উড়বে না এয়ার ইন্ডিয়ার বিমান।
সংস্থার কর্মকর্তারা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন যে, ভারত সরকার সম্ভবত বৃহস্পতিবারই এয়ার ইন্ডিয়াকে টাটা গ্রুপের কাছে হস্তান্তর করতে পারে। প্রায় ৬৯ বছর পর এটি কোম্পানির কাছে আসতে চলেছে।
আধিকারিকরা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে AI864 (মুম্বই-দিল্লি), AI687 (মুম্বই-দিল্লি), AI945 (মুম্বই-আবু ধাবি) ও AI639 (মুম্বই-বেঙ্গালুরু) - এই চারটি বিমানে উন্নত খাদ্য পরিষেবা দেওয়া হবে।
আরও পড়ুন ; ১৮ হাজার কোটি টাকায় এয়ার ইন্ডিয়ার মালিকানা পেল টাটা
গত বছর অক্টোবর মাসে নিলামে এয়ার ইন্ডিয়ার মালিকানা পেয়েছে টাটা সন্স। ৬৮ বছর পর (২০২১) ফের টাটা গোষ্ঠীর হাতে আসে এয়ার ইন্ডিয়া। ১৮ হাজার কোটি টাকা দাম দিয়ে এয়ার ইন্ডিয়ার মালিকানা পায় টাটা সন্স।
কোভিড পরিস্থিতি শুরু হওয়ায় ফের যাত্রীসংখ্যা কমে যায় বিমানের। নতুন করে নানা দেশ থেকে ভারতের বিমানে নিষেধাজ্ঞা জারি করা হয়। যার জেরে মেইটেইন্যান্স কস্ট সামলাতে গিয়ে হিমশিম খেতে হয় এয়ার ইন্ডিয়াকে। যার ফলে নিলামে আরও কম বিডিং রাখা হয়।
বহুদিন ধরেই লোকসানে চলা এয়ার ইন্ডিয়া বিক্রির সিদ্ধান্ত নেয় সরকার। তবে যার-তার হাতে এই এয়ার ইন্ডিয়া বিক্রিতে সহমত ছিল না সরকার। তাই বিক্রির ক্ষেত্রেও তৈরি করা হয়েছিল বেশ কিছু মানদণ্ড। সে ক্ষেত্রে বিমান পরিষেবার সঙ্গে কোম্পানির সরাসরি যোগাযোগকে অগ্রাধিকার দেওয়া হয়। এয়ার ইন্ডিয়া কিনতে ইচ্ছুক কোম্পানিগুলিকে নিলামে অংশ নিতে কত বছর ও কোন কোন দেশে বিমান ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ছিল, তারও উল্লেখ করার কথা বলা হয়েছিল ।
এ ছাড়াও কোম্পানির ব্র্যান্ড, গুডউইল ও মার্কেট ভ্যালু জানানোর কথায়ও বলা হয়েছিল কোম্পানিকে। এখানেই শেষ নয়, কর্মীদের রিটায়ারমেন্ট বেনিফিট ও পেনশনের বিষয়ে বিগত দিনে কোম্পানি কী ব্যবস্থা করেছে, তা জানতে চাওয়া হয় বিডিং প্রসেসে।