Tata Sons Air India Bid: ১৮ হাজার কোটি টাকায় এয়ার ইন্ডিয়ার মালিকানা পেল টাটা
১৮ হাজার কোটি টাকা দাম দিয়ে এয়ার ইন্ডিয়ার মালিকানা পেল টাটা সন্স।
![Tata Sons Air India Bid: ১৮ হাজার কোটি টাকায় এয়ার ইন্ডিয়ার মালিকানা পেল টাটা Tata Sons Buying Air India Tata Sons wins bid 18000 Crores for acquiring national carrier Air India Tata Sons Air India Bid: ১৮ হাজার কোটি টাকায় এয়ার ইন্ডিয়ার মালিকানা পেল টাটা](https://static.abplive.com/wp-content/uploads/sites/2/2016/06/27171626/air-india-planes.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: টাটা গোষ্ঠীর হাতে গেল এয়ার ইন্ডিয়া। শুক্রবার নিলামে এয়ার ইন্ডিয়ার মালিকানা পেল টাটা সন্স। ৬৮ বছর পর ফের টাটা গোষ্ঠীর হাতে এয়ার ইন্ডিয়া। ১৮ হাজার কোটি টাকা দাম দিয়ে এয়ার ইন্ডিয়ার মালিকানা পেল টাটা সন্স।
Tata Sons wins the bid for acquiring national carrier Air India pic.twitter.com/XgAW5YBQMj
— ANI (@ANI) October 8, 2021
আবারও টাটা গোষ্ঠীর হাতেই এয়ার ইন্ডিয়া ফিরতে চলেছে বলেই খবর ছিল কিছুদিন আগেই। সরকারি সূত্রে খবর মেলে, এয়ার ইন্ডিয়ার মালিকানা পেতে বিডে সর্বোচ্চ দর দিয়েছে টাটারাই। এ নিয়ে তৃতীয়বার রাষ্ট্রায়ত্ত ক্যারিয়ার এয়ার ইন্ডিয়া বিক্রির চেষ্টা চালিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে আগের সব জটিলতা কেটে ফের চেনা ছন্দেই ফিরতে চলেছে পরিষেবা। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশের পাশাপাশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সম্পূর্ণ মালিকানা বিক্রি করে দেওয়া পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)