(Source: ECI/ABP News/ABP Majha)
Amarnath Yatra 2022: খারাপ আবহাওয়ার জের, স্থগিত অমরনাথ যাত্রা
Jammu and Kashmir: প্রশাসন সূত্রে খবর, আপাতত বেসক্যাম্প থেকে অমরনাথ গুহার দিকে যেতে দেওয়া হচ্ছে না তীর্থযাত্রীদের।
শ্রীনগর: খারাপ আবহাওয়ার জের। ধাক্কা অমরনাথ যাত্রায়। আবহাওয়ার পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকায় আপাতত স্থগিত করা হল অমরনাথ যাত্রা। প্রশাসন সূত্রে খবর, আপাতত অমরনাথ (Amarnath) গুহার দিকে যেতে দেওয়া হচ্ছে না তীর্থযাত্রীদের। নিয়মমতো ১১ অগস্ট শেষ হওয়ার কথা অমরনাথ যাত্রা।
দুই বছর পর:
কোভিডের কারণে দুই বছর হয়নি অমরনাথ যাত্রা। করোনার প্রকোপ কাটিয়ে এই বছর শুরু হয়েছিল অমরনাথ যাত্রা। দুই বছর পর তীর্থযাত্রা হওয়ায় উৎসাহ তুঙ্গে ছিল যাত্রীদের মধ্যে। ভিড়ও হয়েছিল রেকর্ড পরিমাণ।
বেসক্যাম্পে ভিড়:
অমরনাথ যাত্রার জন্য এই বছর দুটি জায়গায় বেস ক্যাম্প করা হয়েছিল। পহেলগামে (Pahalgam) নানওয়ান বেসক্যাম্প এবং গান্ধেরওয়াল জেলায় বালতাল (Baltal) ক্যাম্প। কোনও শিবির থেকেই আপাতত অমরনাথ গুহায় শিবলিঙ্গ দর্শনের জন্য যেতে দেওয়া হচ্ছে না। সূত্রের খবর, মঙ্গলবার সকালে নানওয়ান বেসক্যাম্পে আটকে দেওয়া হয়েছে ৩০০০ জন তীর্থযাত্রীকে। এই বেসক্যাম্পেই আসার জন্য ইতিমধ্যেই জম্মু (Jammu) থেকে যাত্রা শুরু করেছিলেন ৪০০০ জন তীর্থযাত্রী। তাঁদের আপাতত রামবান জেলার চান্দেরকোটাতে আটকে দেওয়া হয়েছে। অন্যদিকে জম্মু থেকে বালতালের পথে আসছেন ২০০০ জন। তাঁদের যদিও বালতালের ক্যাম্পে আসার অনুমতি দেওয়া হয়েছে। বেশ কিছুদিন আগেই পহলগামের ক্যাম্পে পৌঁছে গিয়েছিলেন প্রথম ব্যাচের তীর্থযাত্রীরা।
কড়া নিরাপত্তা:
অমরনাথ যাত্রার জন্য এই বছর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গোটা উপত্যকা। বিপুল সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি উন্নত প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছে জিয়ো ট্যাগিং এবং ড্রোন। জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গেই সেনা, সিআরপিএফ, আইটিবিপি, বিএসএফ এবং অন্য আধাসামরিক বাহিনী সুরক্ষার কারণে মোতায়েন রয়েছে। প্রত্যেক তীর্থযাত্রীকে রেডিও ফ্রিকোয়েন্সি ট্য়াগ দেওয়া হয়েছে। UAV বা আনম্যানড এরিয়াল ভেহিক্যাল ব্যবহার করা হচ্ছে নজরদারির জন্য। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৮০ হাজার জওয়ানকে ওই এলাকায় আনা হয়েছে। বহুস্তরীয় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।
আরও পড়ুন: মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ, করাচিতে জরুরি অবতরণ স্পাইসজেট বিমানের