Amazonia 1 Satellite: ১৯ স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি ইসরো-র রকেটের, সঙ্গে মোদির ছবি ও ই-গীতা
অন্য একটি ট্যুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, পিএসএলভি-সি৫১/ অ্যামাজোনিয়া-১ মিশনের প্রথম বাণিজ্যিক উৎক্ষেপণের জন্য এনএসআইএল ও ইসরো-কে আমার অভিনন্দন। দেশে মহাকাশ ক্ষেত্রে সংস্কারের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হল। চারটি ছোট স্যালেটাইট সহ ১৮ টি উপগ্রহের উৎক্ষেপণ আমাদের তরুণদের উদ্যম ও উদ্ভাবনী শক্তির প্রতিফলন।
নয়াদিল্লি: ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র রকেট পিএসএলভি-সি৫১ মহাকাশে পৌঁছে দিল ব্রাজিলের অ্যামাজোনিয়া-১ স্যাটেলাইটকে। সঙ্গে আরও ১৮ টি স্যাটেলাইট। এই সফল উৎক্ষেপণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন জানালেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারোকে। প্রধানমন্ত্রী একইসঙ্গে নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড (এনএসআইএল) ও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-কেও প্রথম সফল বাণিজ্যিক উৎক্ষেপণের জন্য অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, এদিন প্রধানমন্ত্রী মোদির ছবি,এসডি কার্ডে গীতা নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরো-র রকেট।
প্রধানমন্ত্রীর ট্যুইট- পিএসএসভি-সি ৫১-র মাধ্যমে ব্রাজিলের অ্যামাজোনিয়া-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের জন্য প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারোকে অভিনন্দন। মহাকাশ ক্ষেত্রে আমাদের সহযোগিতার ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। ব্রাজিলের বিজ্ঞানীদেরও আমার অভিনন্দন।
অন্য একটি ট্যুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, পিএসএলভি-সি৫১/ অ্যামাজোনিয়া-১ মিশনের প্রথম বাণিজ্যিক উৎক্ষেপণের জন্য এনএসআইএল ও ইসরো-কে আমার অভিনন্দন। দেশে মহাকাশ ক্ষেত্রে সংস্কারের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হল। চারটি ছোট স্যালেটাইট সহ উপগ্রহগুলির উৎক্ষেপণ আমাদের তরুণদের উদ্যম ও উদ্ভাবনী শক্তির প্রতিফলন।
রবিবার ইসরো অ্যামাজোনিয়া-১ সহ আরও ১৮ টি স্যাটেলাইট অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে পিএসএলভি-সি৫১ এর মাধ্যমে মহাকাশে উৎক্ষেপণ করেছে। নির্ধারিত সময় সকাল ১০.২৪ টায় স্যাটেলাইটগুলিকে নিয়ে মহাকাশে পাড়ি দেয় পিএসএলভি-সি৫১।
এই মহাকাশযানের টপ প্যানেলে আঁকা রয়েছে প্রধানমন্ত্রী মোদির ছবি। প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত অভিযান ও মহাকাশ গবেষণার ক্ষেত্রে বেসরকারি উদ্যোগকে স্বাগত জানাতেই, কৃতজ্ঞতা জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছে। এসডি কার্ডে ভগবত গীতার একটি প্রতিলিপি পাওয়া যাবে।