Assam: ছট পুজো সেরে ফেরার পথে ট্রাক এবং অটোরিক্সার সংঘর্ষ, মৃত্যু ১০ পুণ্যার্থীর
Assam Accident:ঘটনাস্থল অসমের (Assam)করিমগঞ্জ (Karimganj) জেলার বৈঠাখালে ৮ নম্বর জাতীয় সড়কে। মৃত ১০ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৫ জন মহিলা সহ ২ শিশু রয়েছে।মৃতদের প্রত্যেকের বাড়ি লোঙ্গাই চা বাগান এলাকায়।
নয়াদিল্লি: ছট পুজো (Chhat Puja) সেরে ফেরার পথে ট্রাক এবং অটোরিক্সার সংঘর্ষে মৃত্যু হল ১০ জনের। বৃহস্পতিবার অসম পুলিশ জানিয়েছে, ত্রিপুরা-অসম (Tripura-Assam) সীমান্তে (Border)। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৯ জনের। আহত অবস্থায় হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
ঘটনাস্থল অসমের করিমগঞ্জ জেলার বৈঠাখালে ৮ নম্বর জাতীয় সড়কে (NH 8)। মৃত ১০ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৫ জন মহিলা সহ ২ শিশু রয়েছে। মৃতদের প্রত্যেকের বাড়ি লোঙ্গাই চা বাগান এলাকায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতদের মধ্যে বেশিরভাগই মহিলা এবং শিশু। ছট পুজো সেরে অটোরিক্সায় বাড়ি ফিরছিলেন তাঁরা। উল্টোদিক থেকে একটা ট্রাক চলে আসে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। আশঙ্কাজনক অবস্থায় আরেক জনকে পাথরকান্দি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁরও মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিক হাসপাতালে মৃতদেহ পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের কথায়, ট্রাকের গতি মাত্রাতিরিক্ত ছিল। হঠাৎ করেই অটোরিক্সার সামনে চলে আসে ওই ট্রাক। গতি অত্যাধিক বেশি থাকায় নিয়ন্ত্রণ করতে পারেনি। পুলিশের একজন উচ্চপদস্থ কর্তা জানান, ঘটনাস্থল থেকে পালিয়ে যান ট্রাক চালক। ইতিমধ্যেই ওই ট্রাক চালকের খোঁজ শুরু করেছে পুলিশ। ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (CM Himanta Biswa Sarma)। একইসঙ্গে তিনি জানান, অসম পুলিশ ওই ট্রাক চালকের তল্লাশি শুরু করেছে।
deeply mourn tragic death of 9 persons in an accident at Baitakhal, Patharkhandi this morning. One injured is admitted to hospital.@assampolice is trying to trace driver of the truck who had fled the scene after hitting the auto deceased were travelling in.
— Himanta Biswa Sarma (@himantabiswa) November 11, 2021
Condolences.
২০২০ সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (National Crime Record Bureau) রিপোর্ট অনুযায়ী, ৬ হাজার ৭৩৭টি পথ দুর্ঘটনার মধ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ৮১৩ জনের। তথ্য অনুযায়ী পথ দুর্ঘটনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে অসমেই। মোট পথ দুর্ঘটনার মধ্য অতিরিক্ত গতির কারণ ৩ হাজার ২৯৩টি। যার মধ্যে আহত হয়েছেন ২ হাজার ৫৩০ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৩৭৭ জনের।
আরও পড়ুন: Delhi Air Quality: দূষণের গ্রাসে রাজধানী, বাতাসের মান আরও খারাপ হওয়ার আশঙ্কা