'Beating the Retreat' : 'বিটিং দ্য রিট্রিট' উপলক্ষে রাজধানীর আকাশে উড়বে 'মেক ইন ইন্ডিয়া'য় তৈরি হাজার ড্রোন
'Beating the Retreat' : দিল্লির বিজয়চকে অনুষ্ঠানটি হবে। উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
!['Beating the Retreat' : 'বিটিং দ্য রিট্রিট' উপলক্ষে রাজধানীর আকাশে উড়বে 'মেক ইন ইন্ডিয়া'য় তৈরি হাজার ড্রোন 'Beating the Retreat' : 1,000 'Make in India' drones will dazzle the sky above national capital Delhi for the first time 'Beating the Retreat' : 'বিটিং দ্য রিট্রিট' উপলক্ষে রাজধানীর আকাশে উড়বে 'মেক ইন ইন্ডিয়া'য় তৈরি হাজার ড্রোন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/29/68dee29741345b33bdc3f1e4b6b75d0c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়া দিল্লি : এই প্রথম 'বিটিং দ্য রিট্রিট' (Beating the Retreat) উপলক্ষে রাজধানীর আকাশে উড়ে বেড়াবে এক হাজার ড্রোন (Drones)। আজ এই ড্রোনের ঝলমলানি দেখা যাবে দিল্লিতে। এমনই জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry)।
দিল্লির বিজয়চকে অনুষ্ঠানটি হবে। উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উপস্থিত থাকবেন অন্য বিশিষ্টরাও।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে ১০ মিনিটের এই ড্রোন শো। যা এবছর 'আজাদি কা অমৃত মহোৎসব' হিসেবে পালিত হচ্ছে। এটা কেন্দ্রের 'মেক ইন ইন্ডিয়া' উদ্য়োগে ডিজাইন করা হয়েছে।
আরও পড়ুন ; ট্যাবলোয় নেতাজি থেকে ভগৎ সিং, দিল্লির রাজপথে নজর কাড়ল যেসব থিম
ড্রোন শোটি স্টার্টআপ সংস্থা 'বটল্যাব ডায়নামিক্স' সংগঠিত করছে। এছাড়া এব্যাপারে সাহায্য করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), দিল্লি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ, এমনই জানিয়েছে মন্ত্রক। ১০ মিনিটের এই প্রদর্শনীতে দেশীয় পদ্ধতিতে তৈরি প্রায় এক হাজার ড্রোন ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে উড়বে।
'বিটিং রিট্রিট' হল একটি শতাব্দী-প্রাচীন সামরিক ঐতিহ্য। সূর্যাস্তের সময় সৈন্যদের যুদ্ধ থেকে নিরস্ত্র থাকার দিনগুলিকে তুলে ধরে। যে-ই বাগলাররা রিট্রিট ধ্বনি তুলত, সঙ্গে সঙ্গে সৈন্যরা যুদ্ধ বন্ধ করে দিত যুদ্ধক্ষেত্র থেকে সরে দাঁড়াত। পশ্চাদপসরণ শব্দের সময় স্থির দাঁড়িয়ে থাকার এই রীতি আজও বজায় রয়েছে। এই অনুষ্ঠানে বাজানো ড্রামবিট সেই দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেয় যখন সন্ধ্যায় সৈন্যদের তাদের কোয়ার্টারে ডাকা হত।
প্রসঙ্গত, এবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লিতে বাতিল হয়ে যায় পশ্চিমবঙ্গের নেতাজি ট্যাবলো। অথচ দিল্লির রাজপথে কুচকাওয়াজে কেন্দ্রীয় পূর্ত মন্ত্রকের তৈরি ট্যাবলোয় দেখা যায় নেতাজি ও আজাদ হিন্দ ফৌজ। শোনা যায়, কদম কদম বাড়ায়ে যা। এছাড়া নজর কাড়ে পাঞ্জাবের ট্যাবলো । দেশের স্বাধীনতা সংগ্রামে পাঞ্জাবের অবদানের কথা তুলে ধরা হয়। ট্যাবলোয় তুলে ধরা হয়- ভগৎ সিংহ, রাজগুরু ও সুখদেব-কে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)