COVID Vaccination: উত্তর পূর্ব ভারতে করোনা টিকাকরণ নিয়ে 'অসন্তুষ্ট' কেন্দ্র, বাড়ছে উদ্বেগ
ষাটোর্ধ্বদের মধ্যে করোনা টিকাকরণের সংখ্যা আরও বৃদ্ধির কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
নয়া দিল্লি: উত্তরাখণ্ড, লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের পাশাপাশি উত্তর পূর্বের আটটি রাজ্যকে কোভিড টিকাকরণ আরও বৃদ্ধির পরামর্শ দিয়েছে কেন্দ্র। ষাটোর্ধ্বদের মধ্যে করোনা টিকাকরণের সংখ্যা আরও বৃদ্ধির কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে, এই রাজ্যের কয়েকটিতে ভ্যাকসিন কভারেজ 'অসন্তোষজনক'।
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জম্মু -কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড এবং উত্তর -পূর্বের রাজ্য -অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরার প্রতিনিধিদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকের সভাপতিত্ব করেন। সেই বৈঠকেই স্বাস্থ্য সচিব উল্লেখ করেছেন যে আসাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মেঘালয়ে যেভাবে টিকাকরণ চলছে তা নিয়ে কেন্দ্র খুশি নয়।
যেহেতু করোনায় ষাটোর্ধ্বদের সংক্রমণের আশঙ্কা বেশি থাকে, তাই তাঁদের প্রথম ডোজের টিকাকরণ যত দ্রুত সম্ভব করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে যে অবিলম্বে প্রত্যেককে করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন, নাকের স্প্রে দিয়ে করোনা নির্মূলের চেষ্টা, পিয়ারলেস হাসপাতালে শুরু তৃতীয় পর্যায়ের পরীক্ষা
এদিকে, উৎসব আবহে কোভিড বিধি মানার সতর্কবার্তা জারি হয়েছে রাজ্যে। করোনার তৃতীয় তরঙ্গ আঘাত হানতে পারে, এ আশঙ্কা এখনও রয়েছে। শুক্রবারে স্বাস্থ্য দফতর প্রকাশিত করোনা বুলেটিন অনুসারে একদিনে আক্রান্ত হয়েছে ৬৮৬ জন। তাই তৃতীয় তরঙ্গের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছে, এবার রাজ্যে কোভিডের তৃতীয় ঢেউয়ের উৎসস্থল হতে পারে উত্তর বঙ্গ। বিশেষজ্ঞদের এই আশঙ্কায় উদ্বেগে স্বাস্থ্য দফতর। অন্যদিকে, বিরোধীদের অভিযোগ রাজ্য সরকারের গাফিলতিতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে। তাঁদের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণ দূরের কথা। দুয়ারে সরকারের মতো সরকারী অনুষ্ঠানে হাজার মহিলাকে জড়ো করা হচ্ছে। আর এই মহিলারা করোনা আক্রান্ত হলে, শিশুরা আক্রান্ত হবে। আর এই তৃতীয় তরঙ্গে শিশুদের আক্রান্ত হ ওয়ার সম্ভাবনা বেশি।