India-China Tension: অরুণাচলে চিনা সেনার হাতে অপহৃত কিশোর, দাবি বিজেপি সাংসদের
India-China Tension: এর আগে, ২০২০-র সেপ্টেম্বরে অরুণাচলের আপার সুবানসিরি জেলা থেকে পাঁচ যুবককে চিনা বাহিনী অপহরণ করেছে বলে সামনে আসে। প্রায় এক সপ্তাহ পর তাঁরা মুক্তি পান।
নয়াদিল্লি: অরুণাচলপ্রদেশে (Arunchal Pradesh) ড্রাগনের সক্রিয়তা নিয়ে এ বার সরব হলেন বিজেপি (BJP) সাংসদ তাপির গাও (Tapir Gao)। সেখানে চিনা সেনা (China Peoples Liberation Army/PLA) এক কিশোরকে অপহরণ করেছে বলে অভিযোগ তাঁর। ভারতীয় ভূখণ্ডে ঢুকে ওই কিশোরকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
অরুণাচলপ্রদেশের আপার সিয়াং জেলার লুংটা যোর এলাকা থেকে মঙ্গলবার ওই কিশোরকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। অপহৃত কিশোরকে ১৭ বছর বয়সি মিরাম তারং বলে শনাক্ত করা গিয়েছে। বিজেপি সাংসদ জানিয়েছেন, মিরামের বন্ধু জনি ইয়ায়িং কোনও রকমে চিনা বাহিনীর হাত থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। বন্ধুর অপহরণ হয়ে যাওয়ার বিষয়টি সে-ই জানায় স্থানীয় প্রশাসনকে।
1/2
— Tapir Gao (@TapirGao) January 19, 2022
Chinese #PLA has abducted Sh Miram Taron, 17 years of Zido vill. yesterday 18th Jan 2022 from inside Indian territory, Lungta Jor area (China built 3-4 kms road inside India in 2018) under Siyungla area (Bishing village) of Upper Siang dist, Arunachal Pradesh. pic.twitter.com/ecKzGfgjB7
এ নিয়ে সংবাদ সংস্থা পিটিআই-কে সাক্ষাৎকার দেওয়ার পাশাপাশি টুইটারেও অরুণাচলে চিনা সক্রিয়তা নিয়ে মুখ খুলেছেন তাপির। ধৃত কিশোরের ছবি তুলে ধরেছেন। দুই কিশোরই জিডো গ্রামের শিকারি বলে জানিয়েছেন।
তাপিরের দাবি, সাংপো নদী যেখানে ভারতের অরুণাচলে প্রবেশ করেছে, সেখান থেকেই অপহরণ করা হয় ওই কিশোরকে। এই সাংপো নদী অরুণীচলে সিয়াং এবং অসমে ব্রহ্মপুত্র নামে পরিচিত। কেন্দ্রের কাছে তাপিরের আর্জি, ‘‘ভারত সরকারের সমস্ত সংস্থার কাছে অনুরোধ, দয়া করে পদক্ষেপ করুন। সত্বর ওই কিশোরকে মুক্ত করে নিয়ে আসুন।’’
2/2
— Tapir Gao (@TapirGao) January 19, 2022
His friend escaped from PLA and reported to the authorities.
All the agencies of Govt of India is requested to step up for his early release.@narendramodi @AmitShah @rajnathsingh @PemaKhanduBJP @ChownaMeinBJP @adgpi
আরও পড়ুন: Security Alert: ২৬ জানুয়ারি ইন্ডিয়া গেট ও লালকেল্লায় হামলা চালাতে পারে জঙ্গিরা, সতর্কবার্তা আইবি-র
বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন তাপির। টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এবং ভারতীয় সেনার দ্বারস্থ হয়েছেন তিনি।
এর আগে, ২০২০-র সেপ্টেম্বরে অরুণাচলের আপার সুবানসিরি জেলা থেকে পাঁচ যুবককে চিনা বাহিনী অপহরণ করেছে বলে সামনে আসে। প্রায় এক সপ্তাহ পর তাঁরা মুক্তি পান। নতুন বছরের শুরুতে সেই ঘটনারই পুনরাবৃত্তি।