(Source: ECI/ABP News/ABP Majha)
Jharkhand News: 'প্রেমে প্রত্যাখ্যাত' হয়ে কিশোরীর দেহে আগুন, দ্বাদশ শ্রেণির পড়ুয়ার মৃত্যুতে হইচই দুমকায়
Class Twelve Student Set Ablaze: প্রেমের প্রস্তাবে সাড়া দেয়নি কিশোরী। অভিযোগ, সেই রাগেই তার শরীরে গ্যাসোলিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয় যুবক। রবিবার মারা গেল দ্বাদশ শ্রেণির ওই পড়ুয়া।
রাঁচি: প্রেমের প্রস্তাবে (proposal) সাড়া (unrequited) দেয়নি কিশোরী (teenager। অভিযোগ, সেই রাগেই তার শরীরে গ্যাসোলিন (gasoline) ঢেলে আগুন (set ablaze) জ্বালিয়ে দেয় যুবক। পোড়ার জ্বালা সহ্য না করতে পেরে রবিবার মারা (dead) গেল দ্বাদশ শ্রেণির ওই পড়ুয়া। ঝাড়খণ্ডের (jharkhand) দুমকা (dumka) এলাকার ঘটনায় শাহরুখ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে যে ভয়াবহতায় কিশোরীকে আক্রমণ করা হয়েছিল, তাতে স্তম্ভিত পোড়খাওয়া পুলিশকর্মীরাও।
কী হয়েছিল?
গত ২৩ অগাস্ট দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর দেহে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাকে দুমকার 'ফুলো জানো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে' নিয়ে যাওয়া হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে নিয়ে আসা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই দুমকার রাস্তায় বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
কী বলছে প্রশাসন?
সংবাদসংস্থা এএনআই-কে দুমকার পুলিশ সুপার অম্বর লকড়া বলেন, 'মামলার যাতে দ্রুত শুনানি হয়, সে জন্য ফাস্ট ট্র্যাক কোর্টে আপিল করব। সাধারণ মানুষও আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। তাঁদের কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ১৪৪ ধারা জারি করা হয়েছে।' ঘটনার কথা জানতেই দ্রুত প্রতিক্রিয়া আসে সরকারের তরফেও। ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী বন্না গুপ্ত বলেন, 'দুমকায় কিশোরীর হত্যার মামলাটি এই সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। যারা এ কাজ করেছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত শুনানির ব্যবস্থা নিশ্চিত করব আমরা।' কিন্তু যে ভয়ঙ্কর যন্ত্রণা পেয়ে কিশোরীকে অকালে চলে যেতে হল, তার ক্ষতিপূরণ হবে কী ভাবে?কেন আগেই আটকানো গেল না এই ঘটনা? ক্ষোভ রয়েছে বাসিন্দাদের মধ্যে। পাশাপাশি আরও একটি বিষয় ভাবাচ্ছে তদন্তকারী থেকে সমাজ বিশেষজ্ঞদের। প্রেমে প্রত্যাখ্যান কী ভাবে কাউকে এত আগ্রাসী করে তুলতে পারে? আগেও একাধিক বার এমন কারণেই দেশের নানা প্রান্তে একাধিক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বলে অভিযোগ। গত মে মাসেই প্রেমিকা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় আবাসনে আগুন লাগানোর অভিযোগ ওঠে প্রেমিকের বিরুদ্ধে! মধ্যপ্রদেশের ইনদৌরের ওই ঘটনায় আবাসনে পুড়ে মৃত্যু হয় ৭ জনের, জখম ৯ জন। আবাসনে লিভ-ইন-পার্টনারের স্কুটারে আগুন দিয়েছিলেন অভিযুক্ত যুবক, পুলিশ সূত্রে খবর। স্কুটার থেকে আগুন ছড়িয়ে পড়ে গোটা আবাসনে, জানিয়েছে পুলিশ। অভিযুক্তকে ধাওয়া করে গ্রেফতার করে পুলিশ।
একের পর এক এই ধরনের ঘটনায় স্বজনহারা পরিবারগুলি শোকে দিশাহারা। তাঁরা আপাতত শুধু দ্রুত ন্যায়বিচারের অপেক্ষায় দিন গুনছেন।