Mallikarjun Kharge : রাজ্যসভার পদ ছাড়লেন মল্লিকার্জুন খাড়গে
Mallikarjun Kharge : খাড়গের ইস্তফার পর এবার কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গাঁধী (Sonia Gandhi) নতুন নেতা নিয়োগ করবেন
নয়া দিল্লি : কংগ্রেস সভাপতি নির্বাচনে (Congress President Election) মনোনয়ন জমা দেওয়ার পর দলীয় অনুশাসন মেনে এবার রাজ্যসভায় বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিলেন মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। উচ্চকক্ষের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা দলের কার্যকরী সভানেত্রী সনিয়া গাঁধীকে জানিয়েও দিয়েছেন তিনি। গত রাতে এই মর্মে তাঁকে একটি চিঠি পাঠান খাড়গে। প্রসঙ্গত, উদয়পুর চিন্তন শিবিরে (Udaipur Chintan Shivir) "এক ব্যক্তি, এক পদ" নিয়ম পালনের সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস। খাড়গের ইস্তফার পর এবার কংগ্রেসের সংসদীয় দলের (Congress Parliamentary Party) চেয়ারপার্সন সনিয়া গাঁধী (Sonia Gandhi) নতুন নেতা নিয়োগ করবেন। পরে দলীয় সিদ্ধান্তের কথা রাজ্যসভার চেয়ারম্যানকে জানানো হবে।
প্রায় ২৫ বছর পর অ-গাঁধী কোনও সভাপতি পেতে চলেছে কংগ্রেস। তবে, গাঁধীদের পছন্দের প্রার্থী মল্লিকার্জুন খাড়গে। তাঁর জয় একপ্রকার নিশ্চিত। অন্যদিকে, তাঁর প্রতিদ্বন্দ্বী শশী তারুর। জি-২৩ গ্রুপের যিনি অন্যতম সদস্য। তবে উল্লেখযোগ্যভাবে, জি-২৩এর একাধিক নেতা খাড়গেকে সমর্থন জানিয়েছেন। কংগ্রেস সভাপতি নির্বাচনের লড়াইয়ে রয়েছে আরও একটি নাম। ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী কে এন ত্রিপাঠী। যিনি তৃতীয় প্রার্থী। ইতিমধ্যেই তিনিও মনোনয়ন জমা দিয়েছেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র তুলেছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং (Digvijaya Singh) । কিন্তু, পরের দিন সকালে খাড়গের সঙ্গে সাক্ষাতের পর তিনি লড়াই থেকে সরে দাঁড়ান। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, খাড়গেজি আমার সিনিয়র। আমি তাঁর বাড়িতে গিয়েছিলাম। তাঁকে জানিয়েছিলাম, তিনি যদি মনোনয়ন জমা দেন তাহলে তিনি (দিগ্বিজয় সিং) আর মনোনয়ন জমা করবেন না। উনি (মল্লিকার্জুন খাড়গে) মনোনয়ন জমা করবেন না বলে জানান। পরে সাংবাদিকদের মারফত জানতে পারি যে, উনিও প্রার্থী হচ্ছেন।
"কংগ্রেসের ভীষ্ম পিতামহ"-
সূত্রের খবর, নিজেদের নিরপেক্ষ অবস্থান বোঝতে গাঁধীরা সম্ভবত অভ্যন্তরীণ এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন না। অন্যদিকে, শশী তারুরও জানিয়েছেন, মল্লিকার্জুন খাড়গের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ নয়। এমনকী খাড়গেকে তিনি "কংগ্রেসের ভীষ্ম পিতামহ" বলেছেন। পাশাপাশি তাঁর সংযোজন, আমরা বিরোধী নই, আমরা সহকর্মী। যদিও তিনি নির্বাচিত হলে দলের মধ্যে পার্টি হাইকম্যান্ড সংস্কৃতি পাল্টাতে চান বলে জানিয়েছেন শশী তারুর।
আরও পড়ুন ; সরে দাঁড়ালেন দিগ্বিজয়, কংগ্রেস সভাপতি হওয়ার লড়াইয়ে এবার গাঁধী-পরিবারের পছন্দের খাড়গে